গোপালগঞ্জের প্রবেশমুখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির খুলনা জেলার প্রতিনিধিদের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ
আজ ৩১ ডিসেম্বর, রোজ- মঙ্গলবার, জাতীয় নাগরিক কমিটির সার্বিক সহযোগিতায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত “মার্চ ফর ইউনিটি” সমাবেশে যোগ দিতে খুলনা জেলার বিভিন্ন উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ও জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধিরা কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে বাসযোগে রওয়ানা হয়ে গোপালগঞ্জের প্রবেশমুখ বাগেরহাটের মোল্লাহাটের মাদ্রাসাঘাট এলাকায় পৌঁছালে, “জয় বাংলা” স্লোগান দিয়ে উভয় সংগঠনের নেতাকর্মী ও প্রতিনিধিদের ওপর অতর্কিত হামলা চালায় একদল সন্ত্রাসী। হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির ২০ জন আহত হন। তন্মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর। ঘটনার ধরণ ও প্রত্যক্ষদর্শীদের বিবরণ থেকে পরিষ্কার যে, এটি একটি পূর্বপরিকল্পিত হামলা। জাতীয় নাগরিক কমিটি এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।
এ ঘটনা প্রমাণ করে যে ফ্যাসিবাদের দোসররা এখনো সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে, কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তরফ থেকে নিষ্ক্রিয় ভূমিকা দেখা যাচ্ছে। যা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিক ভূমিকা পালন করলে এই হামলা এড়ানো যেতো বলে আমরা মনে করি। এই হামলার ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীকে জোর দাবি জানায় জাতীয় নাগরিক কমিটি। পাশাপাশি, দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানায়।