চট্টগ্রাম

চট্টগ্রামে ছাত্র-জনতার উপর গুলি বর্ষণকারী মিঠুন চক্রবর্তীকে গ্রেফতার করেছে পুলিশ

প্রেস রিলিজ:

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার উপর সরাসরি গুলি বর্ষণকারী মিঠুন চক্রবর্তীকে ফেনী থেকে গ্রেফতার করেছে পাঁচলাইশ মডেল থানা পুলিশ।

গত ২২ ডিসেম্বর ২০২৪ খ্রি. দুপুর ২:০০টায় ফেনী মডেল থানাধীন সুলতানপুর এলাকা থেকে চকবাজার ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মিঠুন চক্রবর্তীকে গ্রেফতার করে সিএমপির পাঁচলাইশ থানা পুলিশ। মিঠুন চক্রবর্তী গত ১৬ জুলাই দুপুর আনুমানিক ২.৩০টার সময় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন পাঁচলাইশ মডেল থানাধীন ষোলোশহর ২নং গেইটস্থ চিটাগাং শপিং কমপ্লেক্সের সামনে রাস্তার উপর তার অন্যান্য সহযোগীদের নিয়ে ছাত্রদেরকে প্রতিরোধের নামে নাশকতার উদ্দেশ্যে বেআইনি জনতাবদ্ধে মারাত্মক অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে পথরোধ করে গাড়ি ভাঙচুর ও সাধারণ ছাত্র-জনতার উপর হত্যার উদ্দেশ্যে গুলিবর্ষণ শুরু করে। তারা লাঠি-সোটা, দেশীয় অস্ত্র-সস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে অতর্কিত হামলা করে ককটেল ফাটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। মিঠুন চক্রবর্তী জুলাই-আগস্ট মাসে সংগঠিত বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নিজে সরাসরি পিস্তল দ্বারা ছাত্রদের উপর নির্বিচারে গুলি চালিয়েছে মর্মে সামাজিক যোগাযোগমাধ্যমসহ দেশের বিভিন্ন গণমাধ্যমে ছবি প্রকাশ পায়। ধৃত আসামি পাঁচলাইশ মডেল থানাধীন কাতালগঞ্জ ও চকবাজার এলাকার ত্রাস সৃষ্টিকারী চিহ্নিত চাঁদাবাজ, সরকারি জমির অবৈধ দধলদার, টেন্ডারবাজ ও ১৬ নং চকবাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নুর মোস্তফা টিনুর বিশ্বস্ত সহযোগী। মিঠুন চক্রবর্তী সিএমপির পাচঁলাইশ মডেল থানার বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্তে রুজু হওয়া একটি মামলার এজাহারনামীয় আসামি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button