বিশ্বরঙ ৩০ বছর উদযাপনে
বিশ্বরঙ উদ্যোক্তা ভুমি’র পোশাক প্রদর্শনী উদ্বোধন
“শীতের হাওয়া”
আমাদের বুটিক শিল্পের মত সম্ভাবনাময় শিল্পটি স্বাধীনতার পর এই ৫২ বছরে আরও অনেক দূর যাওয়ার কথা ছিল। কিন্তু আমাদের দূর্ভাগ্য এ দেশের ফ্যাশন ইন্ডাস্ট্রি সবসময় অবহেলিত ছিল। রাষ্টীয় কোন পৃষ্টপোষকতা নেই এখানে। সকল দায় যেন সব উদ্যোক্তাদের। মুক্তবাজার অর্থনিতীর দোহাই দিয়ে পার্শ্ববর্তী যত দেশ আছে সেখানকার ব্যবসায়ীরা আমাদের দেশীয় ফ্যাশন ইন্ডাস্ট্রিকে দখলে নিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। এ যেন আমাদের নিজস্বতাকে, আমাদের ইতিহাসকে, ঐতিহ্যকে, আমাদের সংস্কৃতিকে পরাভুত করার নেশায় মত্ত তারা।
আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রির ব্যবসার সাথে সম্পৃক্তরা আমাদের ইতিহাস, ঐতিহ্য, আমাদের সংস্কৃতিকে দিয়ে আমাদের নিজস্ব ইন্ডাস্ট্রি গড়ে তোলার চেয়ে ধার করা সংস্কৃতির সাথে সম্পৃক্ত হতে খুব বেশি স্বাচ্ছন্দ বোধ করেন তারা।
তাই বুটিক শিল্পের উদ্যোক্তাদের জন্য শুধু মঞ্চে দাড়িয়ে বক্তব্য নয় উদ্যোক্তাদের নকশা থেকে শুরু করে উৎপাদন, বিপনন পর্যন্ত বিভিন্ন সমস্যার সমাধানের মাধ্যমে অনুপ্রেরনা দিতেই বিশ্বরঙ এর কর্ণধার প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা” নতুন উদ্যোক্তাদের নিয়ে তৈরি করেছে ‘বিশ^রঙ উদ্যোক্তা ভুমি’।
প্রতি মাসেই ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন জেলায় আয়োজিত হচ্ছে বিশ্বরঙ উদ্যোক্তা ভুমির আড্ডা’। গেল সেপ্টেম্বরে অনুষ্ঠিত হয় শরৎ হাওয়া’ শিরোনামে দুদিনের প্রদর্শনী। সেই সফলতার ধারাবাহিকতায় বিশ^রঙ-এর ৩০ বছরের অভিযাত্রায় ঢাকা ও ঢাকার বাইরের প্রায় ১ হাজার ৫০০ উদ্যোক্তার মধ্য থেকে বাছাই করে ৩০ জনকে নিয়ে ১৮ থেকে ২৪ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে বিশ্বরঙ উদ্যোক্তা ভুমির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বিশেষ প্রদর্শনী শীতের হাওয়া’। ফ্যাশন ও লাইফস্টাইল খাতের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারাই অংশ নিচ্ছে এই সপ্তাহ ব্যাপী প্রদর্শনীতে। সকাল ১০টায় শুরু হয়ে প্রতিদিন রাত ৮টা পর্যন্ত চলবে।
১৮ ডিসেম্বর দুপর ১২টায় প্রদর্শনীর উদ্বোধনী ঘোষনা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের এই আড়ম্বরতায় উপস্থিত ছিলেন বাংলাদেশের স্বনামখ্যাত নৃত্যশিল্পী শামীম আরা নীপা ও শিবলী মহম্মদ, ড. আজহারুল ইসলাম চঞ্চল (ডিন চারুকলা অনুষদ ঢাকা বিশ^বিদ্যালয়)। জনপ্রিয় অভিনেত্রী রোজী সিদ্দিকি, বিশিস্ট হেয়ার এক্সপার্ট কাজী কামরুল ইসলাম, জনপ্রিয় অভিনেত্রী আফসানা মিমি সহ বিভিন্ন ক্ষেত্রের তারকা তথা জনপ্রিয় সাংস্কৃতিক ব্যক্তিত্বের সরব ও সতস্ফর্ত উপস্থিতি।
“শীতের হাওয়া” প্রদর্শনীতে জামদানি, পাট, মণিপুরি, গামছা, নকশিকাঁথা, রিসাইকেল, আপসাইকেল, পুঁথি, প্যাচওয়ার্ক, ডেনিম, বিডস, সুতা, ম্যাক্রোমসহ নানা বৈচিত্রময় পণ্য সমাহার নিয়ে এসেছেন উদ্যোক্তারা। উদ্যোক্তাদের দেশীয় পণ্যের এই সমাহার সবার ভালো লাগবে। আপনার সবাই স্ব-বান্ধবে আমন্ত্রিত। প্রদর্শনী চলবে প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত।