চট্টগ্রাম

জাহাজী শ্রমিকদের ১১ দফা দাবী আদায়ের লক্ষ্যেমানববন্ধন, মিছিল ও সমাবেশ ৬ ডিসেম্বর

আলী মুর্তজা রাজু চট্টগ্রাম , চট্টগ্রাম থেকে :
বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন রেজি. নং- বি-২১৪৩ এর চট্টগ্রাম বিভাগীয় কার্যকরী কমিটি ও ফেডারেশনের আওতাভুক্ত বাংলাদেশ নৌ-যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন রেজি. নং- বি-২১৪৮ চট্টগ্রাম জেলা শাখা, চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়ন রেজি. নং- চট্ট-২০৯০ সহ বিভিন্ন বেসিক ইউনিয়নের নেতৃবৃন্দের সমন্বয়ে আগামী ৬ ডিসেম্বর ২০২৪ইং শুক্রবার, বিকাল ৩টায় চট্টগ্রামস্থ মাঝিরঘাট মোড়ে মানববন্ধন, মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। উক্ত সমাবেশে উত্থাপিত ১১ দফা সমূহ হল- ১. জাহাজী শ্রমিকদের মালিক কর্তৃক নিয়োগ পত্র, পরিচয় পত্র, সার্ভিস বুক প্রদান ও কল্যাণ তহবিল ট্রাস্টি বোর্ডের মাধ্যমে কন্টিবিউটরি প্রভিডেন্ট ফান্ড গঠন করতে হবে। ২. গত ৩০ মার্চ ২০২৩ইং এর গেজেট অনুযায়ী বকেয়া পাওনা সহ বেতন পরিশোধ করতে হবে। ৩. মৃত্যুকালীন ক্ষতিপূরণ ১২ লক্ষ টাকা প্রদান করতে হবে। ৪. ভারতগামী জাহাজী শ্রমিকদের ভারতের সীমানার ল্যান্ডিং পাস, পোর্ট ভিসা ও সুচিকিৎসা ব্যবস্থা করতে হবে। ৫. বালুবাহী বাল্কহেড শ্রমিকদের উপর নৌ-প্রশাসনের হয়রানী, মিথ্যা মামলা বন্ধ করতে হবে। ৬. নৌ-পথে ডাকাতি, চাঁদাবাজি ও নৌ-প্রশাসনের হয়রানি বন্ধ করতে হবে। ৭. নিরাপদে জাহাজ রাখার পোতশ্রয় নির্মান করতে হবে এবং চরপাড়া সী-বিচ পতেঙ্গা এলাকায় জাহাজের কিনারায় উঠানামার জন্য বন্দর কর্তৃপক্ষের পর্যাপ্ত ঘাটের ব্যবস্থা করতে হবে। ৮. মাস্টার, ড্রাইভারশীস পরীক্ষা সহ নৌ-পরিবহন অধিদপ্তর ও বিআইডব্লিউটিএ এর সকল অনিয়ম ও দুর্নীতি বন্ধ করতে হবে। ৯. চট্টগ্রামে সিরিয়ালের নামে জাহাজ মালিকদের সৃষ্ট সমস্যা সংকট তাদের নিজেদের ব্যাপার, যা জাহাজ মালিকদেরই সমাধান করতে হবে। ১০. সকল প্রকার জাহাজী শ্রকিকদের জন্য পোতশ্রয় নির্মাণ করে ইজারামুক্তভাবে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। ১১. বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে পেশকৃত ১১ দফার অমিমাংসিত দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে। সমাবেশে উপস্থিত থাকবেন স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ। উক্ত সমাবেশ সফল করার জন্য সংগঠনের সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন রেজি. নং- বি-২১৪৩ এর চট্টগ্রাম বিভাগীয় কার্যকরী কমিটি সভাপতি মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান মাস্টার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button