টাঙ্গাইলের কালিহাতীতে চোরাই গরুসহ তিন চোর আটক
মো: শরিফুল ইসলাম , টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গোহালিয়া বাড়ি এলাকায় চোরাই একটি গাভীন গরুসহ তিন চোরকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এ অভিযান চালায়।
আটককৃতরা হলেন— টাঙ্গাইলের গোয়ালন্দ থানার বাগলপুর গ্রামের হযরত আলী শেখ (৩৬), রাজবাড়ী জেলার আলীপুর গ্রামের আখের আলী শেখ (৪০) এবং জামালপুরের বগাবাড়ী এলাকার রইছ উদ্দিন (৩৫)।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভূঁইয়া জানান, গোহালিয়া বাড়ি এলাকায় তিন ব্যক্তি একটি কালো রঙের গরুসহ সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। স্থানীয়দের সন্দেহ হলে তারা বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জিজ্ঞাসাবাদে জানতে পারে, তারা রাজবাড়ীর বালিয়াকান্দি থেকে গরুটি চুরি করে এনেছে। আটককৃতরা পেশাদার চোর চক্রের সদস্য।
ওসি আরও জানান, বালিয়াকান্দি থানার সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হয়েছে। চোরদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তাদের মালামালও নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে।
কালিহাতী থানার উপপরিদর্শক (এসআই) ইমাম হোসেন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চোরাই গরুসহ তিনজনকে আটক করে থানায় নিয়ে আসি।”
এ ঘটনায় স্থানীয়দের ভূমিকা উল্লেখযোগ্য বলে মন্তব্য করেছেন পুলিশ। চোরদের আটকে স্থানীয়দের সহায়তাকে প্রশংসা করে পুলিশ জানায়, এ ধরনের অপরাধ দমনে এলাকাবাসীর সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।