নে-শা মানুষকে কোথায় নামায়! মা’কে হ-ত্যা করে রেখেছে ডিপ ফ্রিজে
ছবিতে যাকে দেখছেন তার নাম সা’দ বিন আজিজুর রহমান! মাশাআল্লাহ ফুটফুটে সুন্দর চেহারা তার। বয়স তার উনিশ! বড়লোক পরিবারের সন্তান সা’দ। নিজেদের চার তলা বাড়ী! বাবা একজন আলেম।আলিয়া মাদ্রাসা শিক্ষক। পাশাপাশি তিনি একজন খতিব! বগুড়ায় তাদের বসবাস!
তার মায়ের নাম উম্মে সালমা। গতকাল ১১ ই নভেম্বর সা’দ তার এক পোস্টের মাধ্যমে জানায়, ‘আমার আম্মুকে আজ দুপুরের আগে বাসায় ডাকাতি করতে এসে খুন করে রেখে গিয়েছে; সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন আল্লাহ যাতে উনাকে জান্নাত নসিব করেন।’
তারপর আরেক পোস্টে জানায়, ‘আমার আম্মুর জানাজা আমার গ্রামের বাড়ি কাহালু উপজেলার অন্তর্গত পাচপীর বাজার থেকে পশ্চিমে আড়োবাড়ি গ্রামে আজ সোমবার বিকেল ৩ টায় অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।’
কিন্তু তার সবকিছুই ছিলো নাটক।
ইদানিং তাদের ঘর হতে প্রতিদিন ৫০০/১০০০ টাকা হারিয়ে যাচ্ছে।মা দোষ দেয় সা’দকে!এ নিয়ে মায়ের সাথে বেশ কিছুদিন রাগারাগি ও ঝগড়া হয়েছে!
১০ই নভেম্বর। সাদ গিয়েছে মাদ্রাসায়। ঐদিন সাদ না খেয়েই মাদ্রাসায় চলে যায়।টাকা দেয় নাই বলে ঝগড়া মা’র সাথে।সা’দ দুপুরে হয়তো বাসায় ফিরবে ভেবে মা তার জন্য রান্না করছিলো।সকাল এগারোটায় ক্লাস বিরতি হলে সাদ বাসায় ফিরে।ফিরে দেখে মা কুমড়া কাটছে!মা’রা কি পারে সন্তানের সাথে গোস্বা করে রান্না না করতে?পারে না।তিনিও পারেননি।
কিন্তু কে জানতো,এই রান্না তার শেষ রান্না!সাদ প্লান করেই বাড়ীতে ফিরে।তখন বাড়ী ফাঁকা থাকে।বাবা থাকে মাদ্রাসায়। অন্যান্য সদস্যরাও থাকে ব্যস্ত!
মায়ের প্রতি ক্ষুব্ধ সা’দ ভেবে নেয় মাকে হ*ত্যা করবে। প্লান অনুযায়ী মা’য়ের পিছন থেকে নাক ও মুখ চেপে ধরে। টেনেহিঁচড়ে ঘরের ভিতরে নিয়ে যায়! সেখানেই দম বন্ধ করে নিজ মাকে খু*ন করে এই সাদ!
আরও পড়ুন: টাকা ও নিজের প্রেমিকার জন্য মাকে হ-ত্যা-র পর লা*শ ডিপ ফ্রিজে রাখে ছেলে, এরপর সাজালো ডা-কাত নাটক !
শুধু খুন করেই ক্ষান্ত হয়নি!তার হাত পা বেঁধে রেখে দেয় ডিপ ফ্রিজে। তারপর বাড়ীর কিছু জিনিসপত্র নিজে ভেঙ্গে ডাকাত মেরেছে বলে নাটক সাজায়! কিন্তু সত্য কি আর গোপন থাকে?
সন্তান কি তার নিজের শরীরের রক্ত,চামড়া বিক্রি করে মায়ের গর্ভে ধারণের ঋণ শোধ করতে পারে?অথচ সা’দ খু*ন করে হিসাব চুকিয়ে দিলো!