আন্তর্জাতিক

মালয়েশিয়া বঙ্গ ভয়েস এর উদ্যেগে গুনীজন সংবর্ধনা ও সংগীত সন্ধ্যার আয়োজন

মালয়েশিয়ায় বাংলাদেশীদের জন্য একমাত্র ব্যান্ড দল বঙ্গ ভয়েস এর উদ্যােগে আগামীকাল ২০ অক্টোবর রবিবার গুনীজন সংবর্ধনা ও সংগীত সন্ধ্যা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল(১৮ অক্টোবর) বুকিতবিনতাং এর ভিআইপি পিঠাঘরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এতথ্য জানানো হয়েছে।

আগামীকাল সন্ধ্যা ৬ টার সময় রাজধানী কুয়ালালামপুরের ফাইভ স্টার হোটেল জি টাওয়ারের বলরুমে এ সংবর্ধনা ও সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হবে। উক্ত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন একুশে পদকে ভূষিত, উপমহাদেশের কিংবদন্তি নজরুল সংগীত শিল্পী ফাতেমা তুজ জোহরা এবং বাংলাদেশ থেকে আগত শিল্পী ও মালয়েশিয়া বাংলাদেশী ব্যান্ডদল বঙ্গ ভয়েস।

সংবাদ সম্মেলনে অনুষ্ঠান স্বমন্বয়ক জহিরুল ইসলাম বলেন, অনুষ্ঠান টি সবার জন্য উম্মুক্ত এবং প্রবাসীরা স্ব- পরিবারে বিনামূল্যে সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করতে পারবেন। তিনি আরও বলেন, অনুষ্ঠানে ফাতেমা তুজ জোহরা ছাড়াও সংগীত পরিবেশন করবেন, চ্যানেল আই সেরা কন্ঠ বিজয়ী মার্জিয়া মহুয়া, চ্যানেল আই সেরা কন্ঠ বিজয়ী শুভ সহ আটও অনেকে। বঙ্গভয়েস ব্যান্ড দলের মধ্যে পারফর্ম করবেন, টীম লিডার কি বোডিষ্ট ও ভোকাল মো. জহিরুল ইসলাম, লিড ভোকালিষ্ট মো.আবু হানিফ, লীড ভোকাল ও গীটারিস্ট তৌহিদ, ঢোল বাদক আব্দুর রহমান, লিড ভোকাল মো.মোশাররফ হোসেন, অক্টো প্যাড মো. কাজল সহ আরো অনেক যন্ত্র শিল্পী।

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, কিংবদন্তি কন্ঠ শিল্পী ফাতেমা তুজ জোহরা, স্বমন্বয়ক মো. ফরহাদ হোসেন, প্রকৌশলী মো. খোকন ও তার সহধর্মিণী, মালয়েশিয়া জেটিজি এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী মো. রাসেল, ভিআইপি পিঠাঘরের স্বত্বাধিকারী মো. ইসমাইল হেসেন, কমিউনিটির নেতা মো. জাহাঙ্গীর হাওলাদার সহ মালয়েশিয়া নিযুক্ত বাংলাদেশের গণমাধ্যমের সাংবাদিক বৃন্দ।

ডেস্ক রিপোর্ট

ধ্রুবকন্ঠ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button