শিক্ষা

রোববার ক্লাসে ফিরছেন খুবি শিক্ষার্থীরা

শারদীয় দুর্গাপূজা ও পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম’র ছুটি শেষে আগামীকাল রোববার (২০ অক্টোবর) ক্লাসে ফিরছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা। এদিন সকাল ৯টা থেকে যথারীতি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম শুরু হবে। 

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শারদীয় দুর্গাপূজা ও পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষ্যে গত ৯ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ে ছুটি শুরু হয়।

১৭ অক্টোবর পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়েছিল। এরপর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। এ ছুটি শেষে আগামীকাল রোববার যথারীতি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পুনরায় শুরু হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button