ধ্রুবকন্ঠ

মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সাবেক অধ্যক্ষের সংবাদ সম্মেলন



মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সাবেক অধ্যক্ষের সংবাদ সম্মেলন
ছবি: রিফাত হোসেন মেশকাত

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়নে এক আইনজীবীকে মারধরের চেষ্টার ঘটনায় কলেজের সাবেক অধ্যক্ষের নাম জড়িয়ে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী অধ্যাপক মো. মোজাম্মেল হোসেন।

 

আজ শনিবার (১ নভেম্বর) সকালে রায়কালী বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি বলেন,“রায়কালী বাজারে মাদক ব্যবসা, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে আমি সব সময় সচ্চার ও প্রতিবাদী ছিলাম। এরই ধারাবাহিকতায় একটি স্বার্থান্বেষী মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাদের প্ররোচনায় আইনজীবী ইমন মাহমুদের মাধ্যমে আমার বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ আনা হয়েছে। আমি কখনো ওই আইনজীবী ইমন মাহমুদকে দেখিনি, চিনিও না, কিংবা তার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত বা পেশাগত বিরোধও নেই। তবুও আমার নাম জড়িয়ে সংবাদ প্রকাশ করে আমাকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করা হয়েছে, এর আগে গত ২৮ অক্টোবর কয়েকটি প্রিন্ট ও অনলাইন মাধ্যমে ‘রায়কালী বাজারে এ্যাডভোকেট ইমন মাহমুদের উপর হামলা ও হত্যা চেষ্টার অভিযোগ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

 

এ বিষয়ে সাংবাদিকরা একাধিকবার এ্যাডভোকেট ইমন মাহমুদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।

 

অন্যদিকে, আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান,ঘটনাটি নিয়ে থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তবে সেই অভিযোগে সাবেক অধ্যক্ষ মোজাম্মেল হোসেনের নাম নেই। তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ

সোমবার, ০৩ নভেম্বর ২০২৫


মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সাবেক অধ্যক্ষের সংবাদ সম্মেলন

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৫

featured Image

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়নে এক আইনজীবীকে মারধরের চেষ্টার ঘটনায় কলেজের সাবেক অধ্যক্ষের নাম জড়িয়ে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী অধ্যাপক মো. মোজাম্মেল হোসেন।

 

আজ শনিবার (১ নভেম্বর) সকালে রায়কালী বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি বলেন,“রায়কালী বাজারে মাদক ব্যবসা, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে আমি সব সময় সচ্চার ও প্রতিবাদী ছিলাম। এরই ধারাবাহিকতায় একটি স্বার্থান্বেষী মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাদের প্ররোচনায় আইনজীবী ইমন মাহমুদের মাধ্যমে আমার বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ আনা হয়েছে। আমি কখনো ওই আইনজীবী ইমন মাহমুদকে দেখিনি, চিনিও না, কিংবা তার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত বা পেশাগত বিরোধও নেই। তবুও আমার নাম জড়িয়ে সংবাদ প্রকাশ করে আমাকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করা হয়েছে, এর আগে গত ২৮ অক্টোবর কয়েকটি প্রিন্ট ও অনলাইন মাধ্যমে ‘রায়কালী বাজারে এ্যাডভোকেট ইমন মাহমুদের উপর হামলা ও হত্যা চেষ্টার অভিযোগ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

 

এ বিষয়ে সাংবাদিকরা একাধিকবার এ্যাডভোকেট ইমন মাহমুদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।

 

অন্যদিকে, আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান,ঘটনাটি নিয়ে থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তবে সেই অভিযোগে সাবেক অধ্যক্ষ মোজাম্মেল হোসেনের নাম নেই। তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


ধ্রুবকন্ঠ

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৫ ধ্রুবকন্ঠ । সর্বস্বত্ব সংরক্ষিত