ধ্রুবকন্ঠ

শিবগঞ্জে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেয়া সেই আওয়ামীলীগ নেতা ঢাকায় গ্রেপ্তার



শিবগঞ্জে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেয়া সেই আওয়ামীলীগ নেতা ঢাকায় গ্রেপ্তার

বগুড়ার শিবগঞ্জে পুলিশের ওপর হামলা করে ছিনিয়ে নেয়া সেই আওয়ামীলীগ নেতা রিজ্জাকুল ইসলাম রাজুকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান।

গতকাল বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা আশুলিয়া থানার নবীনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-১২ বগুড়া ক্যাম্পের একটি দল। এসময় তার কাছ থেকে পাওয়া নগদ ১৫ হাজার টাকা জব্দ করা হয়। তাকে গ্রেপ্তার করায় স্বস্তি ফিরে পেয়েছেন এলাকার সাধারণ মানুষেরা।

রিজ্জাকুল ইসলাম রাজু(৪৬) শিবগঞ্জ পৌরসভা এলাকার চকভোলাখাঁ গ্রামের বাসিন্দা বদর উদ্দিনের ছেলে। তিনি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক। 

এর আগে ৪ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে শিবগঞ্জ পৌরসভা এলাকার চকভোলাখাঁ গ্রাম থেকে রিজ্জাকুল ইসলাম রাজুকে গ্রেপ্তার করে শিবগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তারের পর হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যাওয়ার সময় চকভোলাখাঁ গ্রামের বিক্ষুব্ধ নারী-পুরুষরা পুলিশের ওপর হামলা চালায়। এসময় তারা পুলিশের চোখেমুখে কাঁদা ছোড়ে এবং ধস্তাধস্তি করে রাজুকে ছিনিয়ে নিয়ে যায়।

এঘটনায় শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন বাদী হয়ে ২২০ জনের নামে মামলা দায়ের করেন। পরবর্তীতে তাকে দায়িত্ব অবহেলার অভিযোগে প্রত্যাহার করে বগুড়া পুলিশ লাইন্সে যুক্ত করা হয়।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১২ বগুড়া ক্যাম্পের একটি দল গতকাল বুধবার রাতে ঢাকা আশুলিয়া থানার নবীনগর এলাকা থেকে রাজুকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে। আজ বৃহস্পতিবার দুপুরের পরপরই তাকে আদালতে পাঠানো হবে। 

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ

শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫


শিবগঞ্জে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেয়া সেই আওয়ামীলীগ নেতা ঢাকায় গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৫

featured Image

বগুড়ার শিবগঞ্জে পুলিশের ওপর হামলা করে ছিনিয়ে নেয়া সেই আওয়ামীলীগ নেতা রিজ্জাকুল ইসলাম রাজুকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান।

গতকাল বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা আশুলিয়া থানার নবীনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-১২ বগুড়া ক্যাম্পের একটি দল। এসময় তার কাছ থেকে পাওয়া নগদ ১৫ হাজার টাকা জব্দ করা হয়। তাকে গ্রেপ্তার করায় স্বস্তি ফিরে পেয়েছেন এলাকার সাধারণ মানুষেরা।

রিজ্জাকুল ইসলাম রাজু(৪৬) শিবগঞ্জ পৌরসভা এলাকার চকভোলাখাঁ গ্রামের বাসিন্দা বদর উদ্দিনের ছেলে। তিনি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক। 

এর আগে ৪ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে শিবগঞ্জ পৌরসভা এলাকার চকভোলাখাঁ গ্রাম থেকে রিজ্জাকুল ইসলাম রাজুকে গ্রেপ্তার করে শিবগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তারের পর হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যাওয়ার সময় চকভোলাখাঁ গ্রামের বিক্ষুব্ধ নারী-পুরুষরা পুলিশের ওপর হামলা চালায়। এসময় তারা পুলিশের চোখেমুখে কাঁদা ছোড়ে এবং ধস্তাধস্তি করে রাজুকে ছিনিয়ে নিয়ে যায়।

এঘটনায় শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন বাদী হয়ে ২২০ জনের নামে মামলা দায়ের করেন। পরবর্তীতে তাকে দায়িত্ব অবহেলার অভিযোগে প্রত্যাহার করে বগুড়া পুলিশ লাইন্সে যুক্ত করা হয়।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১২ বগুড়া ক্যাম্পের একটি দল গতকাল বুধবার রাতে ঢাকা আশুলিয়া থানার নবীনগর এলাকা থেকে রাজুকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে। আজ বৃহস্পতিবার দুপুরের পরপরই তাকে আদালতে পাঠানো হবে। 


ধ্রুবকন্ঠ

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৫ ধ্রুবকন্ঠ । সর্বস্বত্ব সংরক্ষিত