ধ্রুবকন্ঠ

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহীকে বদলি



চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহীকে বদলি
ছবি সংগৃহীত

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামকে বদলি করা হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে যুগ্ম সচিব পদে পদায়ন করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামকে আগামী ২৩ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল (চট্টগ্রাম সিটি করপোরেশন) থেকে অবমুক্ত হয়ে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় তিনি ওই তারিখ অপরাহ্ণে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে শেখ মুহাম্মদ তৌহিদের বিরুদ্ধে কমিশন বাণিজ্য, অবৈধ সম্পদ অর্জন, ক্ষমতার অপব্যবহার, চট্টগ্রামের উন্নয়নে বাধা দেওয়াসহ বেশ কয়েকটি অভিযোগ ওঠে। এসব অভিযোগে তার অপসারণের দাবিতে গত ৩০ অক্টোবর সিটি করপোরেশনের প্রধান ফটকে তালা দিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা। পরে প্রায় ৪ ঘণ্টা পর মেয়রের আশ্বাসে তারা ফটকের গেট খুলে দেন।

এ ছাড়া ‘চট্টগ্রামের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে বিভিন্ন উন্নয়নমূলক কাজের টেন্ডার ও অন্যান্য আনুষঙ্গিক ফাইলগুলো স্বাক্ষর না করে দীর্ঘদিন নিজ দপ্তরে আটকে রাখেন’ এ অভিযোগ তুলে প্রধান নির্বাহীকে বদলি করার জন্য সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে পৃথক দুটি চিঠি দেন মেয়র ডা. শাহাদাত হোসেন। সর্বশেষ মেয়র ও প্রধান নির্বাহীর দেওয়া চিঠিগুলোর বিষয়ে তদন্ত করার জন্য গত সপ্তাহে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ

মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫


চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহীকে বদলি

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৫

featured Image

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামকে বদলি করা হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে যুগ্ম সচিব পদে পদায়ন করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামকে আগামী ২৩ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল (চট্টগ্রাম সিটি করপোরেশন) থেকে অবমুক্ত হয়ে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় তিনি ওই তারিখ অপরাহ্ণে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে শেখ মুহাম্মদ তৌহিদের বিরুদ্ধে কমিশন বাণিজ্য, অবৈধ সম্পদ অর্জন, ক্ষমতার অপব্যবহার, চট্টগ্রামের উন্নয়নে বাধা দেওয়াসহ বেশ কয়েকটি অভিযোগ ওঠে। এসব অভিযোগে তার অপসারণের দাবিতে গত ৩০ অক্টোবর সিটি করপোরেশনের প্রধান ফটকে তালা দিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা। পরে প্রায় ৪ ঘণ্টা পর মেয়রের আশ্বাসে তারা ফটকের গেট খুলে দেন।

এ ছাড়া ‘চট্টগ্রামের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে বিভিন্ন উন্নয়নমূলক কাজের টেন্ডার ও অন্যান্য আনুষঙ্গিক ফাইলগুলো স্বাক্ষর না করে দীর্ঘদিন নিজ দপ্তরে আটকে রাখেন’ এ অভিযোগ তুলে প্রধান নির্বাহীকে বদলি করার জন্য সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে পৃথক দুটি চিঠি দেন মেয়র ডা. শাহাদাত হোসেন। সর্বশেষ মেয়র ও প্রধান নির্বাহীর দেওয়া চিঠিগুলোর বিষয়ে তদন্ত করার জন্য গত সপ্তাহে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।


ধ্রুবকন্ঠ

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৫ ধ্রুবকন্ঠ । সর্বস্বত্ব সংরক্ষিত