নেত্রকোণার দুর্গাপুরে আগামী ৩১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী কমরেড মণি সিংহ মেলা। প্রতিবছরের মতো এবারও নানা আয়োজনে মেলা উদযাপনের প্রস্তুতি নিচ্ছে আয়োজক কমিটি।
সম্প্রতি মেলা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন সিপিবি উপজেলা শাখার সভাপতি আলকাছ উদ্দিন মীর, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন মুকুল, মেলা কমিটির যুগ্ম আহবায়ক অজয় সাহা, বীরেশ্বর চক্রবর্তী, এডভোকেট মানেশ সাহা এবং স্বেচ্ছাসেবক উপকমিটির সদস্য সচিব বিদ্যুৎ সরকার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিপিবি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোরশেদ আলম।
সভায় বক্তারা বলেন, "কমরেড মণি সিংহের স্মরণে আয়োজিত এ মেলা দুর্গাপুরের মানুষের প্রাণের উৎসব। দলমত নির্বিশেষে এটি এখন সার্বজনীন মেলায় পরিণত হয়েছে।”
তারা আরও বলেন, "কমরেড মণি সিংহের চেতনা ও আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। তাঁর জীবনদর্শন সমাজ পরিবর্তনের অনুপ্রেরণা জোগায়।”
বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, প্রতি বছরের মতো এবারের মেলাও হবে সকলের মিলনমেলা ও আনন্দের উৎসব।
.png)
শনিবার, ০১ নভেম্বর ২০২৫
প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৫
নেত্রকোণার দুর্গাপুরে আগামী ৩১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী কমরেড মণি সিংহ মেলা। প্রতিবছরের মতো এবারও নানা আয়োজনে মেলা উদযাপনের প্রস্তুতি নিচ্ছে আয়োজক কমিটি।
সম্প্রতি মেলা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন সিপিবি উপজেলা শাখার সভাপতি আলকাছ উদ্দিন মীর, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন মুকুল, মেলা কমিটির যুগ্ম আহবায়ক অজয় সাহা, বীরেশ্বর চক্রবর্তী, এডভোকেট মানেশ সাহা এবং স্বেচ্ছাসেবক উপকমিটির সদস্য সচিব বিদ্যুৎ সরকার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিপিবি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোরশেদ আলম।
সভায় বক্তারা বলেন, "কমরেড মণি সিংহের স্মরণে আয়োজিত এ মেলা দুর্গাপুরের মানুষের প্রাণের উৎসব। দলমত নির্বিশেষে এটি এখন সার্বজনীন মেলায় পরিণত হয়েছে।”
তারা আরও বলেন, "কমরেড মণি সিংহের চেতনা ও আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। তাঁর জীবনদর্শন সমাজ পরিবর্তনের অনুপ্রেরণা জোগায়।”
বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, প্রতি বছরের মতো এবারের মেলাও হবে সকলের মিলনমেলা ও আনন্দের উৎসব।
.png)
আপনার মতামত লিখুন