বহু প্রতীক্ষার পর অবশেষে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটির জয়পুরহাটের আক্কেলপুর রেলস্টেশনে যাত্রাবিরতির সাময়িক অনুমতি দিয়েছে রেলপথ মন্ত্রণালয়।
আজ বৃহস্পতিবার রেলপথ মন্ত্রণালয়ের প্রশাসন-৬ শাখার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সিনিয়র সহকারী সচিব ফাতেমা-তুজ জোহরা স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে।
আদেশে বলা হয়, চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের আক্কেলপুর স্টেশনে সাময়িকভাবে যাত্রাবিরতির অনুমোদন দেওয়া হলো। পরবর্তী সময়ে আয়-ব্যয় বিবেচনা করে বিষয়টি চূড়ান্ত করা হবে।
চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি চিলাহাটি - ঢাকা চলাচল করে।
রেলওয়ের এ সিদ্ধান্তে আক্কেলপুর ও পার্শ্ববর্তী এলাকার যাত্রীদের মধ্যে আনন্দ ও স্বস্তি ফিরে এসেছে। দীর্ঘদিন ধরে স্থানীয়রা ট্রেনটির আক্কেলপুরে যাত্রাবিরতির দাবি জানিয়ে আসছিলেন।
আক্কেলপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র রফিকুল ইসলাম চপল বলেন, ‘এটি আক্কেলপুরবাসীর দীর্ঘদিনের দাবি ছিল। অবশেষে রেলপথ মন্ত্রণালয় বিষয়টি বাস্তবায়ন করায় আমরা অত্যন্ত আনন্দিত। এই স্টেশনে পাশ্ববর্তী ক্ষেতলাল, বগুড়ার দুঁপচাচিয়া, নওগাঁর বদলগাছি ও পত্নীতলার মানুষ ট্রেন ভ্রমন করে। সাময়িক এই অনুমতি স্থায়ী রূপ পাবে এবং ট্রেনটির সময়সূচি এমনভাবে নির্ধারণ করা হবে যাতে সাধারণ যাত্রীরা উপকৃত বলে প্রত্যাশা করছি।
আক্কেলপুরের অনলাইন এক্টিভিটিস আরমান হোসেন কানন বলেন বলেন, ‘চিলাহাটি এক্সপ্রেস থামলে এখন উত্তরাঞ্চলের জেলা শহরগুলোতে যাতায়াত অনেক সহজ হবে। এখানে শুরুতেই ট্রেনটির যাত্রা বিরতি দেওয়া উচিত ছিল।
পার্শ্ববর্তী ক্ষেতলাল উপজেলার বাসিন্দা শিক্ষক নুর হোসেন বলেন, আমরা চিলাহাটী এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির সাময়িক অনুমোদনে খুশি হয়েছি। আমরা দ্রুত বাস্তবায়ন দেখতে চাই।
আক্কেলপুর রেলস্টেশনের মাস্টার রেহেনা পারভীন বলেন, অনেক দিন ধরেই চিলাহাটী এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির কথা শুনতেছি। তবে আমরা কোন আদেশ এখনো পাইনি।
.png)
শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৫
বহু প্রতীক্ষার পর অবশেষে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটির জয়পুরহাটের আক্কেলপুর রেলস্টেশনে যাত্রাবিরতির সাময়িক অনুমতি দিয়েছে রেলপথ মন্ত্রণালয়।
আজ বৃহস্পতিবার রেলপথ মন্ত্রণালয়ের প্রশাসন-৬ শাখার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সিনিয়র সহকারী সচিব ফাতেমা-তুজ জোহরা স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে।
আদেশে বলা হয়, চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের আক্কেলপুর স্টেশনে সাময়িকভাবে যাত্রাবিরতির অনুমোদন দেওয়া হলো। পরবর্তী সময়ে আয়-ব্যয় বিবেচনা করে বিষয়টি চূড়ান্ত করা হবে।
চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি চিলাহাটি - ঢাকা চলাচল করে।
রেলওয়ের এ সিদ্ধান্তে আক্কেলপুর ও পার্শ্ববর্তী এলাকার যাত্রীদের মধ্যে আনন্দ ও স্বস্তি ফিরে এসেছে। দীর্ঘদিন ধরে স্থানীয়রা ট্রেনটির আক্কেলপুরে যাত্রাবিরতির দাবি জানিয়ে আসছিলেন।
আক্কেলপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র রফিকুল ইসলাম চপল বলেন, ‘এটি আক্কেলপুরবাসীর দীর্ঘদিনের দাবি ছিল। অবশেষে রেলপথ মন্ত্রণালয় বিষয়টি বাস্তবায়ন করায় আমরা অত্যন্ত আনন্দিত। এই স্টেশনে পাশ্ববর্তী ক্ষেতলাল, বগুড়ার দুঁপচাচিয়া, নওগাঁর বদলগাছি ও পত্নীতলার মানুষ ট্রেন ভ্রমন করে। সাময়িক এই অনুমতি স্থায়ী রূপ পাবে এবং ট্রেনটির সময়সূচি এমনভাবে নির্ধারণ করা হবে যাতে সাধারণ যাত্রীরা উপকৃত বলে প্রত্যাশা করছি।
আক্কেলপুরের অনলাইন এক্টিভিটিস আরমান হোসেন কানন বলেন বলেন, ‘চিলাহাটি এক্সপ্রেস থামলে এখন উত্তরাঞ্চলের জেলা শহরগুলোতে যাতায়াত অনেক সহজ হবে। এখানে শুরুতেই ট্রেনটির যাত্রা বিরতি দেওয়া উচিত ছিল।
পার্শ্ববর্তী ক্ষেতলাল উপজেলার বাসিন্দা শিক্ষক নুর হোসেন বলেন, আমরা চিলাহাটী এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির সাময়িক অনুমোদনে খুশি হয়েছি। আমরা দ্রুত বাস্তবায়ন দেখতে চাই।
আক্কেলপুর রেলস্টেশনের মাস্টার রেহেনা পারভীন বলেন, অনেক দিন ধরেই চিলাহাটী এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির কথা শুনতেছি। তবে আমরা কোন আদেশ এখনো পাইনি।
.png)
আপনার মতামত লিখুন