ধ্রুবকন্ঠ

জাবিতে ভর্তি পরীক্ষার আবেদন ২৩ নভেম্বর থেকে শুরু



জাবিতে ভর্তি পরীক্ষার আবেদন ২৩ নভেম্বর থেকে শুরু
ছবি সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ভর্তীচ্ছু শিক্ষার্থীরা আগামী ২৩ নভেম্বর সকাল ১০টা থেকে আবেদন করতে পারবেন। যা চলবে ৭ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এ ছাড়া আগামী ২১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে (ছুটির দিন ছাড়া) ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। গত মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে কেন্দ্রীয় ভর্তি পরিচালনার কমিটির সদস্যসচিব ও বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজার সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানায়, ২০২২ সাল ও তার পরবর্তী বছরগুলোতে মাধ্যমিক বা সমমানের পরীক্ষা এবং ২০২৪ ও ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নির্ধারিত শর্তপূরণ সাপেক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করতে পারবেন। তবে এ বছরও বিভাগীয় শহরে হচ্ছে না ভর্তি পরীক্ষা। 

ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্যসচিব সৈয়দ মোহাম্মদ আলী রেজা বলেন, ‘আমাদের হাতে অল্প সময় থাকায় ও সামনে যেহেতু নির্বাচন, তাই সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে এ বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েই ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

শিফটভিত্তিক পরীক্ষা হবে কি না—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আবেদনের সময়সীমা শেষ হলে মোট আবেদনের পরিপ্রেক্ষিতে শিফটে পরীক্ষা হবে, নাকি হবে না সে সিদ্ধান্ত নেওয়া হবে।’

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ

বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫


জাবিতে ভর্তি পরীক্ষার আবেদন ২৩ নভেম্বর থেকে শুরু

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৫

featured Image

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ভর্তীচ্ছু শিক্ষার্থীরা আগামী ২৩ নভেম্বর সকাল ১০টা থেকে আবেদন করতে পারবেন। যা চলবে ৭ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এ ছাড়া আগামী ২১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে (ছুটির দিন ছাড়া) ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। গত মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে কেন্দ্রীয় ভর্তি পরিচালনার কমিটির সদস্যসচিব ও বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজার সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানায়, ২০২২ সাল ও তার পরবর্তী বছরগুলোতে মাধ্যমিক বা সমমানের পরীক্ষা এবং ২০২৪ ও ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নির্ধারিত শর্তপূরণ সাপেক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করতে পারবেন। তবে এ বছরও বিভাগীয় শহরে হচ্ছে না ভর্তি পরীক্ষা। 

ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্যসচিব সৈয়দ মোহাম্মদ আলী রেজা বলেন, ‘আমাদের হাতে অল্প সময় থাকায় ও সামনে যেহেতু নির্বাচন, তাই সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে এ বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েই ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

শিফটভিত্তিক পরীক্ষা হবে কি না—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আবেদনের সময়সীমা শেষ হলে মোট আবেদনের পরিপ্রেক্ষিতে শিফটে পরীক্ষা হবে, নাকি হবে না সে সিদ্ধান্ত নেওয়া হবে।’


ধ্রুবকন্ঠ

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৫ ধ্রুবকন্ঠ । সর্বস্বত্ব সংরক্ষিত