বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত *‘রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা’*র ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে জনমত তৈরিতে খুলনায় ব্যাপক লিফলেট বিতরণ করেছে মহানগর বিএনপি।
শুক্রবার খুলনা মহানগরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে এই কর্মসূচি পালিত হয়। মহানগর বিএনপির শীর্ষ নেতাদের নেতৃত্বে বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীরা সাধারণ মানুষের হাতে তারেক রহমানের ঘোষিত ৩১ দফার বিস্তারিত তুলে ধরেন।
লিফলেট বিতরণকালে বিএনপি নেতারা বলেন,
“দেশের মানুষ আজ পরিবর্তন চায়। তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা রূপরেখা দেশের বর্তমান রাজনৈতিক ও প্রশাসনিক সংকট নিরসনে একটি সুনির্দিষ্ট দিকনির্দেশনা। আমরা বিশ্বাস করি, ধানের শীষকে বিজয়ী করার মাধ্যমেই এই রূপরেখা বাস্তবায়ন সম্ভব।”
এই সময় বিএনপি নেতারা জনগণকে আগামী নির্বাচনে গণতন্ত্র পুনরুদ্ধার ও রাষ্ট্র মেরামতের আন্দোলনে অংশ নিতে আহ্বান জানান।
.png)
শনিবার, ০১ নভেম্বর ২০২৫
প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৫
 
      বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত *‘রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা’*র ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে জনমত তৈরিতে খুলনায় ব্যাপক লিফলেট বিতরণ করেছে মহানগর বিএনপি।
শুক্রবার খুলনা মহানগরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে এই কর্মসূচি পালিত হয়। মহানগর বিএনপির শীর্ষ নেতাদের নেতৃত্বে বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীরা সাধারণ মানুষের হাতে তারেক রহমানের ঘোষিত ৩১ দফার বিস্তারিত তুলে ধরেন।
লিফলেট বিতরণকালে বিএনপি নেতারা বলেন,
“দেশের মানুষ আজ পরিবর্তন চায়। তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা রূপরেখা দেশের বর্তমান রাজনৈতিক ও প্রশাসনিক সংকট নিরসনে একটি সুনির্দিষ্ট দিকনির্দেশনা। আমরা বিশ্বাস করি, ধানের শীষকে বিজয়ী করার মাধ্যমেই এই রূপরেখা বাস্তবায়ন সম্ভব।”
এই সময় বিএনপি নেতারা জনগণকে আগামী নির্বাচনে গণতন্ত্র পুনরুদ্ধার ও রাষ্ট্র মেরামতের আন্দোলনে অংশ নিতে আহ্বান জানান।
.png)
আপনার মতামত লিখুন