ধ্রুবকন্ঠ

বনানীতে যাত্রা শুরু করলো সেভয় গ্যালারি



বনানীতে যাত্রা শুরু করলো সেভয় গ্যালারি
ছবি সংগৃহীত

সেভয় গ্যালারি’র স্বপ্নযাত্রায় যোগ হয়েছে নতুন মাইলফলক। প্রথমবারের মতো রাজধানীর বনানীতে উদ্বোধন হলো ফ্ল্যাগশিপ আউটলেট।

আজ শুক্রবার (১৪ নভেম্বর) বনানী রোড ৭বি, প্লট ৫০-এ সেভয় আইসক্রিমের প্রথম ফ্ল্যাগশিপ আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।

দেশের মানুষকে প্রিমিয়াম আইসক্রিম অভিজ্ঞতা দেওয়ার স্বপ্ন থেকেই সেভয় গ্যালারির যাত্রা শুরু।

প্রতিটি আইসক্রিম তৈরি হয় সতেজ মানসম্পন্ন উপকরণ আর স্বাদের নিখুঁত মিশ্রণে।

 

নতুন এই আউটলেটটির মনোমুগ্ধকর নান্দনিক ছোঁয়া আর আরামদায়ক পরিবেশ গ্রাহককে পৌঁছে দেবে স্বপ্নময় ভালোবাসার মায়াময় জগতে—যেখানে পরিবার ও বন্ধুরা একসঙ্গে বসে উপভোগ করতে পারবে প্রিমিয়াম আইসক্রিমের আসল অভিজাত স্বাদ। 

ফ্ল্যাগশিপ আউটলেটটি উদ্বোধন সেভয় গ্যালারির যাত্রায় একটি সাফল্য স্মারক গৌরবময় অর্জন। ভবিষ্যতে ব্র্যান্ডটি ঢাকার বাইরে দেশের বিভিন্ন শহরে শাখা খোলার পরিকল্পনা করছে, যেন আরো বেশি মানুষ সেভয়ের বিশেষ স্বাদ ও আনন্দ উপভোগ করতে পারে।

বর্তমানে সেভয় গ্যালারি গ্রাহকদের সেবা দিচ্ছে ধানমণ্ডি, তেজগাঁও, শেফ’স টেবিল গুলশান ১, মেরুল বাড্ডা ও শেফ’স টেবিল সিলেটের আউটলেটগুলোতে। প্রতিটি আউটলেটে সেভয় গ্যালারি ধরে রেখেছে তাদের প্রিমিয়াম এক্সপেরিয়েন্স, নতুন ভাবনা আর খাঁটি স্বাদের প্রতিশ্রুতি।

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ

মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫


বনানীতে যাত্রা শুরু করলো সেভয় গ্যালারি

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৫

featured Image

সেভয় গ্যালারি’র স্বপ্নযাত্রায় যোগ হয়েছে নতুন মাইলফলক। প্রথমবারের মতো রাজধানীর বনানীতে উদ্বোধন হলো ফ্ল্যাগশিপ আউটলেট।

আজ শুক্রবার (১৪ নভেম্বর) বনানী রোড ৭বি, প্লট ৫০-এ সেভয় আইসক্রিমের প্রথম ফ্ল্যাগশিপ আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।

দেশের মানুষকে প্রিমিয়াম আইসক্রিম অভিজ্ঞতা দেওয়ার স্বপ্ন থেকেই সেভয় গ্যালারির যাত্রা শুরু।

প্রতিটি আইসক্রিম তৈরি হয় সতেজ মানসম্পন্ন উপকরণ আর স্বাদের নিখুঁত মিশ্রণে।

 

নতুন এই আউটলেটটির মনোমুগ্ধকর নান্দনিক ছোঁয়া আর আরামদায়ক পরিবেশ গ্রাহককে পৌঁছে দেবে স্বপ্নময় ভালোবাসার মায়াময় জগতে—যেখানে পরিবার ও বন্ধুরা একসঙ্গে বসে উপভোগ করতে পারবে প্রিমিয়াম আইসক্রিমের আসল অভিজাত স্বাদ। 

ফ্ল্যাগশিপ আউটলেটটি উদ্বোধন সেভয় গ্যালারির যাত্রায় একটি সাফল্য স্মারক গৌরবময় অর্জন। ভবিষ্যতে ব্র্যান্ডটি ঢাকার বাইরে দেশের বিভিন্ন শহরে শাখা খোলার পরিকল্পনা করছে, যেন আরো বেশি মানুষ সেভয়ের বিশেষ স্বাদ ও আনন্দ উপভোগ করতে পারে।

বর্তমানে সেভয় গ্যালারি গ্রাহকদের সেবা দিচ্ছে ধানমণ্ডি, তেজগাঁও, শেফ’স টেবিল গুলশান ১, মেরুল বাড্ডা ও শেফ’স টেবিল সিলেটের আউটলেটগুলোতে। প্রতিটি আউটলেটে সেভয় গ্যালারি ধরে রেখেছে তাদের প্রিমিয়াম এক্সপেরিয়েন্স, নতুন ভাবনা আর খাঁটি স্বাদের প্রতিশ্রুতি।


ধ্রুবকন্ঠ

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৫ ধ্রুবকন্ঠ । সর্বস্বত্ব সংরক্ষিত