ধ্রুবকন্ঠ

ধানমণ্ডিতে ককটেল বিস্ফোরণ, হামলা পুলিশের পিকআপে



ধানমণ্ডিতে ককটেল বিস্ফোরণ, হামলা পুলিশের পিকআপে
ছবি সংগৃহীত

রাজধানীর ধানমণ্ডি ২৭ নম্বরে পরপর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

আজ সোমবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ধানমণ্ডি-২৭ নম্বরে মিনাবাজারের গলির পাশে হঠাৎ দুটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

এর আগে সন্ধ্যা ৭টার দিকে ধানমণ্ডি ৩২ নম্বর-সংলগ্ন মিরপুর সড়কে পুলিশের একটি পিকআপ ভ্যানে হামলার ঘটনা ঘটেছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় নিউমার্কেটের দিক থেকে পুলিশের একটি পিকআপ ভ্যান ও একটি মাইক্রোবাস মিরপুর সড়কে দিয়ে যাচ্ছিল। গাড়ি দুটি নিউ মডেল ডিগ্রি কলেজের বিপরীত পাশে পৌঁছালে বিক্ষোভকারীরা ইট-পাটকেল ছুড়ে। এতে দুটি গাড়িরই কাচ ভেঙে যায়।

তবে এতে কেউ আহত হননি।

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ

মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫


ধানমণ্ডিতে ককটেল বিস্ফোরণ, হামলা পুলিশের পিকআপে

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৫

featured Image

রাজধানীর ধানমণ্ডি ২৭ নম্বরে পরপর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

আজ সোমবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ধানমণ্ডি-২৭ নম্বরে মিনাবাজারের গলির পাশে হঠাৎ দুটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

এর আগে সন্ধ্যা ৭টার দিকে ধানমণ্ডি ৩২ নম্বর-সংলগ্ন মিরপুর সড়কে পুলিশের একটি পিকআপ ভ্যানে হামলার ঘটনা ঘটেছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় নিউমার্কেটের দিক থেকে পুলিশের একটি পিকআপ ভ্যান ও একটি মাইক্রোবাস মিরপুর সড়কে দিয়ে যাচ্ছিল। গাড়ি দুটি নিউ মডেল ডিগ্রি কলেজের বিপরীত পাশে পৌঁছালে বিক্ষোভকারীরা ইট-পাটকেল ছুড়ে। এতে দুটি গাড়িরই কাচ ভেঙে যায়।

তবে এতে কেউ আহত হননি।


ধ্রুবকন্ঠ

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৫ ধ্রুবকন্ঠ । সর্বস্বত্ব সংরক্ষিত