ধ্রুবকন্ঠ

লকডাউনেও যান চলাচল স্বাভাবিক রাখায় মালিক-শ্রমিকদের অভিনন্দন জানালেন



লকডাউনেও যান চলাচল স্বাভাবিক রাখায় মালিক-শ্রমিকদের অভিনন্দন জানালেন
ছবি সংগৃহীত

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি কফিল উদ্দিন আহামদ, কার্যকরী সভাপতি এম এ বাতেন এবং মহাসচিব মো. সাইফুল আলম সারা দেশে যানবাহন চলাচল স্বাভাবিক রাখায় পরিবহন মালিক-শ্রমিক এবং সাধারণ জনগণকে অভিনন্দন জানিয়েছেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকায় ঘোষিত কথিত লকডাউন উপেক্ষা করে সারা দেশে যানবাহন চলাচল স্বাভাবিক রাখায় পরিবহন তারা এ অভিনন্দন জানান। সংবাদ বিজ্ঞপ্তিটি প্রেরণ করেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক (সদর) এ এস এম আহম্মদ হোসেন।

বিজ্ঞপ্তিতে তারা বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সহযোগিতায় দেশের সড়ক পরিবহন ব্যবস্থা নির্বিঘ্ন থাকায় সমিতির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে।

ভবিষ্যতেও দেশ ও জনবিরোধী যেকোনো অপতৎপরতা মালিক-শ্রমিক এবং সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ শক্তি দিয়ে প্রতিহত করা হবে।

 

তারা আরও জানান, বিক্ষিপ্ত নাশকতামূলক হামলায় কিছু গাড়িতে আগুন ধরিয়ে শ্রমিকদের পুড়িয়ে মারার চেষ্টা একটি ঘৃণ্য অপরাধ। এ ধরনের ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান তারা। পাশাপাশি ক্ষতিগ্রস্ত গাড়ির মালিক ও শ্রমিকদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি উত্থাপন করেন।

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ

মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫


লকডাউনেও যান চলাচল স্বাভাবিক রাখায় মালিক-শ্রমিকদের অভিনন্দন জানালেন

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৫

featured Image

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি কফিল উদ্দিন আহামদ, কার্যকরী সভাপতি এম এ বাতেন এবং মহাসচিব মো. সাইফুল আলম সারা দেশে যানবাহন চলাচল স্বাভাবিক রাখায় পরিবহন মালিক-শ্রমিক এবং সাধারণ জনগণকে অভিনন্দন জানিয়েছেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকায় ঘোষিত কথিত লকডাউন উপেক্ষা করে সারা দেশে যানবাহন চলাচল স্বাভাবিক রাখায় পরিবহন তারা এ অভিনন্দন জানান। সংবাদ বিজ্ঞপ্তিটি প্রেরণ করেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক (সদর) এ এস এম আহম্মদ হোসেন।

বিজ্ঞপ্তিতে তারা বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সহযোগিতায় দেশের সড়ক পরিবহন ব্যবস্থা নির্বিঘ্ন থাকায় সমিতির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে।

ভবিষ্যতেও দেশ ও জনবিরোধী যেকোনো অপতৎপরতা মালিক-শ্রমিক এবং সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ শক্তি দিয়ে প্রতিহত করা হবে।

 

তারা আরও জানান, বিক্ষিপ্ত নাশকতামূলক হামলায় কিছু গাড়িতে আগুন ধরিয়ে শ্রমিকদের পুড়িয়ে মারার চেষ্টা একটি ঘৃণ্য অপরাধ। এ ধরনের ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান তারা। পাশাপাশি ক্ষতিগ্রস্ত গাড়ির মালিক ও শ্রমিকদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি উত্থাপন করেন।


ধ্রুবকন্ঠ

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৫ ধ্রুবকন্ঠ । সর্বস্বত্ব সংরক্ষিত