চট্টগ্রামে সাম্প্রতিক গুলিবর্ষণ ও সহিংসতার ঘটনায় পৃথক তিন অভিযানে ছয়জন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
র্যাব জানায়, গত ৫ নভেম্বর বায়েজিদ বোস্তামী এলাকায় বিএনপি মনোনীত প্রার্থী ও নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর জনসংযোগ চলাকালে গুলিতে সরওয়ার হোসেন বাবলা নিহত হন। এ সময় এরশাদ উল্লাহসহ আরও তিনজন গুলিবিদ্ধ হন।
পরদিন ৬ নভেম্বর চালিতাতলীতে মাদক কারবারে বাধা দেওয়ায় প্রতিবন্ধী অটোচালক মো. ইদ্রিসকে গুলি করে আহত করে দুর্বৃত্তরা। একই রাতে রাউজানের কোয়েপাড়ায় প্রকাশ্যে গুলিবর্ষণ ও সংঘর্ষে উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদকসহ পাঁচজন বিএনপি নেতাকর্মী গুলিবিদ্ধ হন।
এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে শুক্রবার (৭ নভেম্বর) সকাল থেকে একাধিক অভিযান চালায় র্যাব-৭।
চান্দগাঁও থানার হাজিরপুল এলাকা থেকে বাবলা হত্যা মামলার দুই আসামি মো. আলাউদ্দিন ও মো. হেলাল-কে গ্রেফতার করা হয়। একই রাতে বায়েজিদ বোস্তামী এলাকার রউফাবাদ আবাসিক এলাকা থেকে অটোচালক ইদ্রিসকে গুলি করার ঘটনায় জড়িত মো. আরমান আলী রাজ (২৭)-কে আটক করা হয়।
এরপর রাত ১টা ৪০ মিনিটে চকবাজার থানার চন্দনপুরা এলাকায় অভিযান চালিয়ে ইসতিয়াক চৌধুরী অভি (৩৮), মো. জনি (৩৮) ও মাহমুদুল হক জ্যাকি (৩৫)-কে গ্রেফতার করে র্যাব। অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিনসহ চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
র্যাব-৭ সূত্রে জানা গেছে, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সাম্প্রতিক সহিংসতা দমন ও অস্ত্রধারী সন্ত্রাসীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
.png)
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৫
চট্টগ্রামে সাম্প্রতিক গুলিবর্ষণ ও সহিংসতার ঘটনায় পৃথক তিন অভিযানে ছয়জন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
র্যাব জানায়, গত ৫ নভেম্বর বায়েজিদ বোস্তামী এলাকায় বিএনপি মনোনীত প্রার্থী ও নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর জনসংযোগ চলাকালে গুলিতে সরওয়ার হোসেন বাবলা নিহত হন। এ সময় এরশাদ উল্লাহসহ আরও তিনজন গুলিবিদ্ধ হন।
পরদিন ৬ নভেম্বর চালিতাতলীতে মাদক কারবারে বাধা দেওয়ায় প্রতিবন্ধী অটোচালক মো. ইদ্রিসকে গুলি করে আহত করে দুর্বৃত্তরা। একই রাতে রাউজানের কোয়েপাড়ায় প্রকাশ্যে গুলিবর্ষণ ও সংঘর্ষে উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদকসহ পাঁচজন বিএনপি নেতাকর্মী গুলিবিদ্ধ হন।
এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে শুক্রবার (৭ নভেম্বর) সকাল থেকে একাধিক অভিযান চালায় র্যাব-৭।
চান্দগাঁও থানার হাজিরপুল এলাকা থেকে বাবলা হত্যা মামলার দুই আসামি মো. আলাউদ্দিন ও মো. হেলাল-কে গ্রেফতার করা হয়। একই রাতে বায়েজিদ বোস্তামী এলাকার রউফাবাদ আবাসিক এলাকা থেকে অটোচালক ইদ্রিসকে গুলি করার ঘটনায় জড়িত মো. আরমান আলী রাজ (২৭)-কে আটক করা হয়।
এরপর রাত ১টা ৪০ মিনিটে চকবাজার থানার চন্দনপুরা এলাকায় অভিযান চালিয়ে ইসতিয়াক চৌধুরী অভি (৩৮), মো. জনি (৩৮) ও মাহমুদুল হক জ্যাকি (৩৫)-কে গ্রেফতার করে র্যাব। অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিনসহ চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
র্যাব-৭ সূত্রে জানা গেছে, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সাম্প্রতিক সহিংসতা দমন ও অস্ত্রধারী সন্ত্রাসীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
.png)
আপনার মতামত লিখুন