ধ্রুবকন্ঠ

মালয়েশিয়ায় পাচারের প্রস্তুতিকালে টেকনাফে নারী-শিশুসহ ২৬ রোহিঙ্গা উদ্ধার



মালয়েশিয়ায় পাচারের প্রস্তুতিকালে টেকনাফে নারী-শিশুসহ ২৬ রোহিঙ্গা উদ্ধার
ছবি সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ উপকূল দিয়ে নৌপথে মালয়েশিয়া পাচারের প্রস্তুতিকালে ২৬ রোহিঙ্গাকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। আজ বুধবার (২৯ অক্টোবর) ভোরে উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া আব্দুল আলীর ঘাট সংলগ্ন এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধারদের মধ্যে ১৬ জন নারী, পাঁচজন পুরুষ ও পাঁচজন শিশু রয়েছে। তারা সবাই উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

তবে উদ্ধারের সময় কোনো পাচারকারীকে আটক করা যায়নি বলে জানিয়েছে কোস্ট গার্ড।

 

 

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, একটি চক্র নৌপথে রোহিঙ্গা নারী ও শিশুসহ কয়েকজনকে মালয়েশিয়া পাচারের প্রস্তুতি নিচ্ছে। খবর পাওয়ার পর বাহারছড়া কোস্ট গার্ডের একটি দল সেখানে অভিযান চালিয়ে ২৬ রোহিঙ্গাকে উদ্ধার করে।

তিনি আরো বলেন, ‘কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।

তবে তাদের শনাক্ত করে আটক করতে অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।’

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ

শনিবার, ০১ নভেম্বর ২০২৫


মালয়েশিয়ায় পাচারের প্রস্তুতিকালে টেকনাফে নারী-শিশুসহ ২৬ রোহিঙ্গা উদ্ধার

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৫

featured Image

কক্সবাজারের টেকনাফ উপকূল দিয়ে নৌপথে মালয়েশিয়া পাচারের প্রস্তুতিকালে ২৬ রোহিঙ্গাকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। আজ বুধবার (২৯ অক্টোবর) ভোরে উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া আব্দুল আলীর ঘাট সংলগ্ন এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধারদের মধ্যে ১৬ জন নারী, পাঁচজন পুরুষ ও পাঁচজন শিশু রয়েছে। তারা সবাই উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

তবে উদ্ধারের সময় কোনো পাচারকারীকে আটক করা যায়নি বলে জানিয়েছে কোস্ট গার্ড।

 

 

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, একটি চক্র নৌপথে রোহিঙ্গা নারী ও শিশুসহ কয়েকজনকে মালয়েশিয়া পাচারের প্রস্তুতি নিচ্ছে। খবর পাওয়ার পর বাহারছড়া কোস্ট গার্ডের একটি দল সেখানে অভিযান চালিয়ে ২৬ রোহিঙ্গাকে উদ্ধার করে।

তিনি আরো বলেন, ‘কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।

তবে তাদের শনাক্ত করে আটক করতে অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।’


ধ্রুবকন্ঠ

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৫ ধ্রুবকন্ঠ । সর্বস্বত্ব সংরক্ষিত