ধ্রুবকন্ঠ

চান্দগাঁও থানার অভিযানে সন্ত্রাসী শহিদুল বুইশ্যার সহযোগী ইয়াছিন গ্রেফতার


প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

চান্দগাঁও থানার অভিযানে সন্ত্রাসী শহিদুল বুইশ্যার সহযোগী ইয়াছিন গ্রেফতার

চান্দগাঁও থানার আভিযানিক দল গত ০৬/১১/২৫  তারিখে গোপন সংবাদের ভিত্তিতে চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা এলাকা হতে সন্ত্রাসী এবং মাদক ব্যবসায়ী শহিদুল ইসলাম বুইশ্যা এর অন্যতম সহযোগী মোহাম্মদ ইয়াছিন (২৭) কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে আসামীকে জিজ্ঞাসাবেদ পলাতক আসামীদের নাম-ঠিকানা প্রকাশ সহ গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করে। আসামীর দেওয়া তথ্যের ভিত্তিতে আরো অভিযান পরিচালনা করে চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট কাঁচা বাজার সংলগ্ন নির্মাণাধীন ওয়াহিদ আকবর বিল্ডিংয়ের তৃতীয় তলার সিঁড়ির ডানপাশে নির্মাণাধীন ফ্লাট হতে ১। ০১ (এক) টি দেশীয় তৈরি কাঠের বাটযুক্ত একনলা সচল বন্দুক ০২। ০৫ (পাঁচ) টি কার্তুজ, ০৩। ০১ (এক) টি কাঠের বাটযুক্ত স্টীলের চাপাতি, ০৪। ৬০০ (ছয়শত) পুরিয়া গাঁজা, ০৫। ০৩ (তিন) টি বিভিন্ন সাইজের সিসি ক্যামেরা, ০৬। ০১ (এক) টি Apple ব্রান্ডের মোবাইল ফোন ও ০৭। ০১ (এক) টি রাউটার উদ্ধার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামী ২। শহিদুল ইসলাম প্রঃ বুইশ্যা (২৩), পিতা-মোহাম্মদ আলী প্রঃ ভান্ডারী,

৩। আরাফাত (৩৫), পিতা-অজ্ঞাত, ৪। মোঃ মিজান (২৫), পিতা-অজ্ঞাত, ৫। মোঃ ইদ্রিস (২৩), পিতা-মোঃ ইউসুফ, ৬। মোঃ মুন্না (২৬), পিতা-অজ্ঞাত,

৭। ইমন @ ছোট ইমন (২) সিপ্লাস ইমন (২২), পিতা-অজ্ঞাত সহ অজ্ঞাতনামা ৫/৬ জন পালিয়ে যায়।উক্ত ঘটনায় ১। চান্দগাঁও থানার মামলা নং-১০, তারিখ-০৬/১১/২০২৫ইং, ধারা-The Arms Act 1878 এর 19A/19(f). ২। চান্দগাঁও থানার মামলা নং-১১, তারিখ-০৬/১১/২০২৫ইং, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর সারণির ১৯(ক)/৪১ রুজু করা হয়েছে।

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ

মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫


চান্দগাঁও থানার অভিযানে সন্ত্রাসী শহিদুল বুইশ্যার সহযোগী ইয়াছিন গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৫

featured Image

চান্দগাঁও থানার আভিযানিক দল গত ০৬/১১/২৫  তারিখে গোপন সংবাদের ভিত্তিতে চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা এলাকা হতে সন্ত্রাসী এবং মাদক ব্যবসায়ী শহিদুল ইসলাম বুইশ্যা এর অন্যতম সহযোগী মোহাম্মদ ইয়াছিন (২৭) কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে আসামীকে জিজ্ঞাসাবেদ পলাতক আসামীদের নাম-ঠিকানা প্রকাশ সহ গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করে। আসামীর দেওয়া তথ্যের ভিত্তিতে আরো অভিযান পরিচালনা করে চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট কাঁচা বাজার সংলগ্ন নির্মাণাধীন ওয়াহিদ আকবর বিল্ডিংয়ের তৃতীয় তলার সিঁড়ির ডানপাশে নির্মাণাধীন ফ্লাট হতে ১। ০১ (এক) টি দেশীয় তৈরি কাঠের বাটযুক্ত একনলা সচল বন্দুক ০২। ০৫ (পাঁচ) টি কার্তুজ, ০৩। ০১ (এক) টি কাঠের বাটযুক্ত স্টীলের চাপাতি, ০৪। ৬০০ (ছয়শত) পুরিয়া গাঁজা, ০৫। ০৩ (তিন) টি বিভিন্ন সাইজের সিসি ক্যামেরা, ০৬। ০১ (এক) টি Apple ব্রান্ডের মোবাইল ফোন ও ০৭। ০১ (এক) টি রাউটার উদ্ধার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামী ২। শহিদুল ইসলাম প্রঃ বুইশ্যা (২৩), পিতা-মোহাম্মদ আলী প্রঃ ভান্ডারী,

৩। আরাফাত (৩৫), পিতা-অজ্ঞাত, ৪। মোঃ মিজান (২৫), পিতা-অজ্ঞাত, ৫। মোঃ ইদ্রিস (২৩), পিতা-মোঃ ইউসুফ, ৬। মোঃ মুন্না (২৬), পিতা-অজ্ঞাত,

৭। ইমন @ ছোট ইমন (২) সিপ্লাস ইমন (২২), পিতা-অজ্ঞাত সহ অজ্ঞাতনামা ৫/৬ জন পালিয়ে যায়।উক্ত ঘটনায় ১। চান্দগাঁও থানার মামলা নং-১০, তারিখ-০৬/১১/২০২৫ইং, ধারা-The Arms Act 1878 এর 19A/19(f). ২। চান্দগাঁও থানার মামলা নং-১১, তারিখ-০৬/১১/২০২৫ইং, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর সারণির ১৯(ক)/৪১ রুজু করা হয়েছে।


ধ্রুবকন্ঠ

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৫ ধ্রুবকন্ঠ । সর্বস্বত্ব সংরক্ষিত