ধ্রুবকন্ঠ

অবশেষে চাকরি থেকে বরখাস্ত হলেন এডিসি হারুন



অবশেষে চাকরি থেকে বরখাস্ত হলেন এডিসি হারুন
ছবি সংগৃহীত

কর্মক্ষেত্রে দীর্ঘ ১৪ মাস ধরে অনুপস্থিত থাকায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. শাহ নূর আলম পাটওয়ারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।

প্রজ্ঞাপনে বলা হয়, শাহ নূর আলম পাটওয়ারী বর্তমানে অ্যান্টি টেররিজম ইউনিটে সংযুক্ত থাকলেও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) পদে দায়িত্ব পালনকালে বিনা অনুমতিতে গত ১৯ আগস্ট ২০২৪ থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।

সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(খ) ও ৩(গ) অনুযায়ী ‘অসদাচরণ ও পলায়ন’-এর অভিযোগে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। বিধিমালা অনুযায়ী বিধি ১২ উপবিধি (১) অনুসারে তাকে সাময়িক বরখাস্ত করা হয়, যা কার্যকর ধরা হয়েছে ১৯ আগস্ট ২০২৪ থেকে। তবে বরখাস্তকালীন সময়ে তিনি নিয়ম অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

জানা যায়, গত বছরের ১৬ জুলাই ছাত্র-জনতার আন্দোলন চলাকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদকে গুলি করে হত্যা করা হয়।

এই ঘটনায় সরাসরি জড়িত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) শাহানুর আলম পাটোয়ারী। এই পাটোয়ারীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হওয়ার পর সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ চলছে। বর্তমানে পলাতক রয়েছে পুলিশের এই কর্মকর্তা।

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ

বুধবার, ২৯ অক্টোবর ২০২৫


অবশেষে চাকরি থেকে বরখাস্ত হলেন এডিসি হারুন

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৫

featured Image

কর্মক্ষেত্রে দীর্ঘ ১৪ মাস ধরে অনুপস্থিত থাকায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. শাহ নূর আলম পাটওয়ারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।

প্রজ্ঞাপনে বলা হয়, শাহ নূর আলম পাটওয়ারী বর্তমানে অ্যান্টি টেররিজম ইউনিটে সংযুক্ত থাকলেও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) পদে দায়িত্ব পালনকালে বিনা অনুমতিতে গত ১৯ আগস্ট ২০২৪ থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।

সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(খ) ও ৩(গ) অনুযায়ী ‘অসদাচরণ ও পলায়ন’-এর অভিযোগে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। বিধিমালা অনুযায়ী বিধি ১২ উপবিধি (১) অনুসারে তাকে সাময়িক বরখাস্ত করা হয়, যা কার্যকর ধরা হয়েছে ১৯ আগস্ট ২০২৪ থেকে। তবে বরখাস্তকালীন সময়ে তিনি নিয়ম অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

জানা যায়, গত বছরের ১৬ জুলাই ছাত্র-জনতার আন্দোলন চলাকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদকে গুলি করে হত্যা করা হয়।

এই ঘটনায় সরাসরি জড়িত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) শাহানুর আলম পাটোয়ারী। এই পাটোয়ারীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হওয়ার পর সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ চলছে। বর্তমানে পলাতক রয়েছে পুলিশের এই কর্মকর্তা।


ধ্রুবকন্ঠ

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৫ ধ্রুবকন্ঠ । সর্বস্বত্ব সংরক্ষিত