আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চট্টগ্রাম জাতীয় নাগরিক পার্টির বিক্ষোভ

জাতীয় নাগরিক পার্টির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আওয়ামী লীগের দ্রুত বিচার ও নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করলো জাতীয় নাগরিক পার্টি চট্টগ্রাম।
শুক্রবার (২৫ এপ্রিল) জুমার নামাজের পরে নগরীর জামিয়াতুল ফালাহ মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল টি শুরু হয়। মসজিদের উত্তর গেইট প্রদক্ষিণ করে দক্ষিণ গেইটে এসে মিছিল টি সমাপ্ত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টির চট্টগ্রাম মহানগরের সংগঠক মোহাম্মদ ইরফানুল হক, আসিফ উদ্দিন চৌধুরি, মাহিম, মোঃ বেলাল।
আরও উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টি মিডিয়া উইং চট্টগ্রামের মুখপাত্র আরফাত আহমেদ রনি।
এ সময় জাতীয় নাগরিক পার্টির চট্টগ্রামের সংগঠক মোহাম্মদ ইরফানুল হক বলেন, আজ জুলাই আন্দোলন প্রায় ১০ মাস পার হলেও এখনও কেন শেখ হাসিনা ও তার দোসরদের বিচার হচ্ছে না। কেন এখনও দুই হাজারের অধিক ছাত্র-জনতাকে শহিদ এবং ৫০ হাজারের অধিক ছাত্র-জনতাকে আহত করা সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ নিষিদ্ধ করা হচ্ছে না। এদের দ্রুত নিষিদ্ধ করতে হবে। এবং সাথে শেখ হাসিনা ও তাদের দোসরদের বিচার কার্যকর করতে হবে।
এ সময় জাতীয় নাগরিক পার্টি মিডিয়া উইং চট্টগ্রামের মুখপাত্র আরফাত আহমেদ রনি বলেন, জাতীয় নাগরিক পার্টি দ্রুত তাদের বিচারের দাবি জানাচ্ছি। সাথে যারা আবার আওয়ামী লীগ ও তাদের দোসর পুনঃবাসন করার পাঁয়তারা করছে তাদের হুঁশিয়ারি দিয়ে বলতে চাই ছাত্র-জনতা যদি আবারও রাজপথে নামে তাহলে অস্তীত্ব সংকটে পড়বেন আপনারা। আওয়ামী লীগ বিচার করতে দিন তাদের নিষিদ্ধ দ্রুত কার্যকর করতে সহায়তা করুন।