চট্টগ্রাম

বন্ধ জুট মিল খুলে দেওয়ার দাবিতে সীতাকুণ্ডে মানববন্ধন


বিগত আওয়ামী লীগের আমলে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ব ২৫টি জুটমিল বন্ধ করে দিয়ে বর্তমানে ব্যক্তি মালিকানাধীন লিজ দেওয়ার চেষ্টা, শ্রমিকের বকেয়া বেতনের দাবিতে সীতাকুণ্ড হাফিজ জুট মিলস মেইন গেটে মানববন্ধন কর্মসূচি পালন করেছে চাকরিচ্যুত পাটকল শ্রমিকরা।

আজ ২৩ এপ্রিল বুধবার দুপুরে শ্রমিক নেতা মোঃ রবিউল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিকদলের সভাপতি এ এম নাজিম উদ্দীন।

বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার অপরিকল্পিতভাবে পাট শিল্পকে ধ্বংস করে দেওয়ার জন্য দেশের জুট মিলগুলো একে একে বন্ধ করে দিয়ে লাখ লাখ শ্রমিককে বেকার করে দিয়েছে। এইসব শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডসহ সকল পাওনা এখনো পরিশোধ করা হয়নি। লাখ লাখ শ্রমিক দুঃখে কষ্টে জীবন যাপন করছে। অনেক শ্রমিক অভাবের তাড়নায় মারা গেছে।
তাই অবিলম্বে বন্ধ জুট মিল চালু সহ সকল শ্রমিকের পাওনা ফিরিয়ে দেওয়ার জন্য বর্তমান সরকারের প্রতি দাবি জানান।

মানববন্ধনে বিশেষ অতিথি ছিলেন মো. মোরসালিন, ইউপি চেয়ারম্যান নূর উদ্দিন, মোঃ জাহাঙ্গীর চৌধুরী, মো. কামাল উদ্দিন নেতা, শাহানাজ জলি, মো. নাজিমউদ্দৌলা, মোঃসাহেদ।

আরও বক্তব্য রাখেন, মমতাজ উদ্দিন আহমেদ, সৈয়দ নাসিম উদ্দিন, আজিজুর রহমান, মাহবুবুল আলম, নাজিম খান, মো শফি, মো, জসিম,সালাম ভাই, নুরুল হক, নূর উদ্দিন, বাবুল চৌধুরী, মিজান উদ্দিন, সোহেল আরমান, মুমিন উদ্দিন মিন্টু, আব্দুর রহিম, মোঃ আলি, এ এম দিদারুল আলম, রাজন, তারেক পারভেজসহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

আলী মুর্তজা রাজু

নিজস্ব প্রতিবেদক, ধ্রুবকন্ঠ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button