চট্টগ্রাম

ফেনীতে র‍্যাব’র ডবল হিট: নাশকতা আসামী ও ইয়াবাসহ দুইজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, ফেনী:
র‌্যাব-৭, চট্টগ্রাম এর সদস্যরা পৃথক দুটি সফল অভিযানে ফেনী সদর এলাকা থেকে নাশকতা ও হত্যা চেষ্টাসহ একাধিক মামলার এজাহারনামীয় পলাতক আসামী সাফায়েত উল্লাহ ও ২৭০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

অভিযান-১: নাশকতা মামলার পলাতক আসামী গ্রেফতার

র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ফেনী সদর থানার নাশকতা ও হত্যা চেষ্টার মামলার অন্যতম এজাহারনামীয় পলাতক আসামী সাফায়েত উল্লাহ ওরফে বাবু (৩৪) ফেনী পৌরসভার জিরো পয়েন্ট এলাকায় অবস্থান করছে।

উল্লেখ্য, তার বিরুদ্ধে ফেনী সদর মডেল থানার মামলা নং-৭, তারিখ ০৩ অক্টোবর ২০২৪ইং, ধারাঃ ১৪৭/১৪৮/১৪৯/৩২৩/৩২৬/৩০৭/১১৪ পেনাল কোড ১৮৬০ তৎসহ বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৬ ধারা অনুযায়ী মামলা রয়েছে।

গত ২১ এপ্রিল ২০২৫ ইং, রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে অভিযান চালিয়ে তাকে আটক করে র‌্যাব-৭ এর সদস্যরা। পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মামলার ৮নং এজাহারনামীয় পলাতক আসামী হওয়ার কথা স্বীকার করে।

অভিযান-২: ২৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

একই দিনে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ জানতে পারে যে, ফেনী সদর পৌরসভা এলাকায় একটি বসত ঘরে মাদকদ্রব্য মজুত রয়েছে। তথ্যের ভিত্তিতে বিকেল ২টা ১৫ মিনিটে র‌্যাব সদস্যরা অভিযান পরিচালনা করে।

অভিযানে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে মোঃ আলী আকবর ওরফে মুন্না (৩০) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। পরে তার বাড়ির শোকেসে তল্লাশি চালিয়ে নীল রঙের পলিথিনে মোড়ানো ২৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮০,০০০ টাকা।

গ্রেফতারকৃত উভয় আসামীকে ফেনী সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-৭ জানিয়েছে, আইনানুগ প্রক্রিয়া অনুসারে তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button