চট্টগ্রাম

পথশিশুদের সমাজে অন্তর্ভুক্তির লক্ষ্যে চট্টগ্রামে বিশেষ আলোচনা সভা ও উপহার বিতরণ

চট্টগ্রাম, ১৮ এপ্রিল ২০২৫:
পথশিশুদের সমাজ ও রাষ্ট্রের মূলধারায় ফিরিয়ে আনতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) আয়োজিত এক বিশেষ আলোচনা সভা এবং উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় আজ দুপুর ২টা ৪০ মিনিটে দামপাড়া পুলিশ লাইন্সের মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার জনাব হাসিব আজিজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় উপদেষ্টা, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের জনাব ফারুক ই আজম, বীর প্রতীক।

আলোচনা সভার আগে ১৬০ জন পথশিশুর জন্য আয়োজন করা হয় এক প্রীতিভোজ। পরবর্তীতে শিশুদের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

কমিশনার হাসিব আজিজ তাঁর বক্তব্যে বলেন, “একটি নিরাপদ আশ্রয় ও সুন্দর ভবিষ্যৎ সকল শিশুর অধিকার।” তিনি আরও উল্লেখ করেন, সমাজে ‘পথশিশু’ বলে কোনো শব্দ থাকবেনা, কারণ প্রতিটি শিশু-ই একটি স্বাভাবিক জীবনের অধিকার রাখে। এই শিশুদের জন্য খাদ্য, বস্ত্র, শিক্ষা এবং বাসস্থানের ব্যবস্থা করা সমাজের প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব।

সভায় অতিথিরা পথশিশুদের জীবনমান উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে মতামত তুলে ধরেন এবং সমাজের বিত্তবান ও সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান এই উদ্যোগে সম্পৃক্ত হওয়ার জন্য।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

জনাব শারমীন এস মুরশিদ, মাননীয় উপদেষ্টা, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়;

জনাব ডাঃ শাহাদাত হোসেন, মাননীয় মেয়র, চট্টগ্রাম সিটি কর্পোরেশন;

জনাব ডঃ মোঃ জিয়াউদ্দিন, বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম;

ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শামছুল আলম, এনডিসি, পিএসসি, কমান্ডার, ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড;

জনাব মোঃ আহসান হাবিব পলাশ, ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ;

প্রকৌশলী নুরুল করিম, চেয়ারম্যান, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ।

এছাড়াও সিএমপি ও চট্টগ্রাম রেঞ্জ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি এবং বিশিষ্ট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

এই মহতী উদ্যোগটি পথশিশুদের জন্য এক নতুন আশার আলো হয়ে উঠবে বলে মনে করেন আয়োজকরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button