চট্টগ্রাম

চট্টগ্রামে চান্দগাঁও থানার বিশেষ অভিযানে ছিনতাইকারী গ্যাংয়ের চার সদস্য গ্রেফতার

সিএমপির চান্দগাঁও থানার বিশেষ অভিযানে ছিনতাইকারী গ্যাংয়ের চার সদস্য গ্রেফতার

চট্টগ্রাম, ১৩ এপ্রিল ২০২৫: চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) চান্দগাঁও থানা এলাকার একটি বিশেষ অভিযানে ছিনতাইকারী গ্যাংয়ের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আফতাব উদ্দিন-এর নেতৃত্বে এসআই মোঃ শাহজাহান, এএসআই এনামুল হক, এএসআই জালাল উদ্দিন ও এএসআই সুজন কুমার দাস সঙ্গীয় ফোর্সসহ ১৩ এপ্রিল রাত ৩টা ৪০ মিনিটে চান্দগাঁও থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করেন।

অভিযানে গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন:

১. মোঃ হেলাল উদ্দিন সাগর (৩০) – পিতা: আইয়ুব আলী, মাতা: শামসুন নাহার; স্থায়ী ঠিকানা: উত্তর সাফতানা, কুদালপুর, সদর থানা, লালমনিরহাট; বর্তমান ঠিকানা: সিএন্ডবি, টেকবাজার, মোরশেদ বিল্ডিং, চান্দগাঁও।

২. মোঃ জাবেদ (২২) – পিতা: মোঃ জাহাঙ্গীর আলম, মাতা: সালমা বেগম; স্থায়ী ঠিকানা: আজিম নগর, শায়েস্তাগঞ্জ, হাবিগঞ্জ; বর্তমান ঠিকানা: সিএন্ডবি, টেকবাজার, মরিয়ম ভিলা, চান্দগাঁও।

৩. ইদু মিয়া (২১) – পিতা: দিলু মিয়া, মাতা: আলমান খাতুন; স্থায়ী ঠিকানা: বোয়ালখালী, চট্টগ্রাম; বর্তমান ঠিকানা: ইস্পাহানী জেটি রোড, মোহরা, চান্দগাঁও।

৪. মোঃ হাসান @ এনাম (২৪) – পিতা: মৃত নুরুল হক, মাতা: হফিজা বেগম; স্থায়ী ঠিকানা: দক্ষিণ হাওড়া, চন্দনাইশ, চট্টগ্রাম; বর্তমান ঠিকানা: পশ্চিম মোহরা, চান্দগাঁও।

উল্লেখ্য, এদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় ৩৯৯/৪০২ ধারায় দায়েরকৃত মামলা নং-০১, তারিখ-০২/০৪/২০২৫ অনুযায়ী গ্রেফতার দেখানো হয়েছে।

চান্দগাঁও থানার ওসি জানান, এই গ্যাং দীর্ঘদিন ধরে ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিল এবং গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সিএমপি’র পক্ষ থেকে জানানো হয়, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।


প্রয়োজনে রিপোর্টে আরও সংযোজন বা সংশোধন করে দিতে পারি। বলুন কীভাবে সাজাতে চান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button