গভীর রাতে কর্ণফুলীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেল দুটি বসতঘর

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় দুটি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার শিকলবাহা ইউনিয়নের সমিরপুর শাহআমিনপুর মাজার পাড়া এলাকার ৬ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবার দুটি হলেন কামরুন নাহার ও রুস্তম আলী। স্থানীয়দের সূত্রে জানা গেছে, গভীর রাতে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে একে একে দুটি ঘরে। ঘটনার সময় আশেপাশের মানুষজন এগিয়ে এলেও আগুনের তীব্রতায় ঘরগুলো রক্ষা করা সম্ভব হয়নি।
তবে, স্থানীয়দের সাহসী প্রচেষ্টায় ঘরের বাসিন্দাদের দরজা ভেঙে কোনোভাবে বের করে আনা সম্ভব হয়। আগুনে পুড়ে যায় পরিবারের সমস্ত আসবাবপত্র, প্রয়োজনীয় কাগজপত্র, জমির দলিল এবং ব্যাংকের গুরুত্বপূর্ণ নথিপত্র।
এই ঘটনায় সবচেয়ে মর্মান্তিক বিষয় হলো, বিজ্ঞান বিভাগে পড়ুয়া দশম শ্রেণীর এক ছাত্রীসহ আরও তিনজন শিক্ষার্থীর পাঠ্যবই ও খাতা সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। পরিবারগুলোর দাবি, তারা গায়ে থাকা কাপড় ছাড়া আর কিছুই রক্ষা করতে পারেননি।
প্রায় এক থেকে দেড় ঘণ্টার প্রচেষ্টায় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ক্ষতিগ্রস্ত পরিবার দুটি আর্থিকভাবে স্বচ্ছল না হওয়ায় তারা এখন অসহায় হয়ে পড়েছেন। তারা জেলা প্রশাসনের কাছে জরুরি সাহায্যের আবেদন জানিয়েছেন, যেন তারা পুনরায় মাথা গোঁজার মতো ব্যবস্থা করতে পারেন।