নবগঠিত এনসিপির নির্বাচনী প্রস্তুতি: ৩৫ নেতা আসন গোছাচ্ছেন

এক মাস বয়সী দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। গণপরিষদ গঠনের কথা বললেও দলের ৩৫ নেতা আসন গোছাচ্ছেন। এনসিপির ভাবনায় রয়েছে– নির্বাচন ঘনিয়ে এলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন দলের প্রভাবশালী জনপ্রিয় নেতাদের দলে ভিড়িয়ে প্রার্থী করা।
দলের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আবদুল হান্নান মাসউদ নোয়াখালী-৬, নাহিদ ইসলাম ঢাকা-১১, হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪, আসিফ মাহমুদ ঢাকা-১০, সারজিস আলম পঞ্চগড়-১, তাসনিম জারা ঢাকা-১৭(গুলশান-ক্যান্টনমেন্ট), মাহফুজ আলম ঢাকা-১৮, আখতার হোসেন রংপুর-৪, নুসরাত তাবাসসুম কুষ্টিয়া-১, সাবেক এমপি মুফতি ফজলুল হক আমিনীর নাতি আশরাফ উদ্দীন মাহাদী ব্রাহ্মণবাড়িয়া-২, অনিক রায় হিন্দু অধ্যুষিত সুনামগঞ্জ-২, প্রীতম দাশ মৌলভীবাজার, অর্পিতা শ্যামা দেব সিলেট, ঢাবি শিবিরের সাবেক সেক্রেটারি ও সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল মুজাহিদুল ইসলাম শাহিন পটুয়াখালী-২, নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি জাকির হোসাইনের ছেলে আব্দুল্লাহ আল আমিন নারায়ণগঞ্জ, ভীম্পাল্লী ডেভিড রাজু খুলনা-১, কৈলাশ চন্দ্র রবিদাস নওগাঁ, অলিক মৃ গারো জনগোষ্ঠী অধ্যুষিত টাঙ্গাইল-১ ও মোল্লা মোহাম্মদ ফারুক এহসান চুয়াডাঙ্গা-১ থেকে নির্বাচন করতে পারেন। এছাড়াও উল্লেখযোগ্য আরো অনেকে নির্বাচনের জন্য আগ্রহী।