চট্টগ্রাম

অসচ্ছল রোজাদারদের পাশে দাড়ানো মহৎ ইবাদত: শাহ আলম

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনায় পবিত্র মাহে রমজান উপলক্ষে ১৫ নং বাগমনিরাম কৃষক দল চট্টগ্রাম মহানগর উদ্যোগে পথচারীদের ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৫ নং বাগমনিরাম ওয়ার্ড কৃষক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক দুঃখু মিয়ার সভাপতিত্বে সদস্য সচিব আনোয়ার হোসনের সঞ্চানালয়ে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক শাহ আলম

বুধবার বিকেলে কাজির দৈউরী মোড়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, “অর্থনৈতিকভাবে অস্বচ্ছল রোজাদারদের সহায়তার জন্য এগিয়ে আসতে হবে, যেন তারা সহজেই রোজা রাখতে পারে। প্রতি বছর রিয়াদ খান এই মহৎ উদ্যোগটি গ্রহণ করেন, যা সমাজের সাধারণ মানুষের জন্য এক অনন্য সহায়তা। রিয়াদ খানের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি, বিএনপি কীভাবে জনগণের পাশে দাঁড়িয়েছে এবং এই কার্যক্রমটি এরই একটি উৎকৃষ্ট উদাহরণ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশনায় বিএনপি জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং এটি ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আপনারা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ও আমাদের নেতা তারেক রহমানের জন্য দোয়া করবেন।প্রধান বক্তা চট্টগ্রাম মহানগর কৃষক দলের সদস্য সচিব ছাবের আহমেদ টারজেন বলেন বিএন‌পি ও নির্বাচন নি‌য়ে নানামূখী ষড়যন্ত্র চল‌ছে। সব ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে। নিজেদের মধ্যে ঐক্য ধরে রেখে আগামী নির্বাচনের জন্য সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে। কারণ আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত কঠিন পরীক্ষা। দলের নেতাকর্মীদের মধ্যে যদি কারও নামে চাঁদাবাজি, দখলদারি ও বিশৃঙ্খলার অভিযোগ আসে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হ‌চ্ছে।

এসময় আরো উপস্থিত ছিলেন ১৫ নং বাগমনিরাম ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু ফয়েজ চকবাজার থানা কৃষক দলের আহবায়ক শিহাব খালেদ মুন্না ,,বিএনপি নেতা নাছির মহানগর যুবদলের সাবেক সমবায় বিষয়ক সম্পাদক ইদ্রিস ,রিপন সহ ওয়ার্ড কৃষক দলের নেতৃবৃন্দ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button