ক্যাম্পাস বার্তা

মাভাবিপ্রবিতে সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

মো.এরশাদ, মাভাবিপ্রবি প্রতিনিধি:

টাংগাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (মাভাবিপ্রবিসাস) এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২৪ শে মার্চ) বিশ্ববিদ্যালয়ের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (মাভাবিপ্রবিসাস) এর কক্ষে এ ইফতার মাহফিল আয়োজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সভাপতি বিজয় সরকার, সাধারণ সম্পাদক এস এম জাহিদ হোসেন, সহ-সভাপতি মো. হৃদয় হোসাইন, সাংগঠনিক সম্পাদক মো. এরশাদ, দপ্তর সম্পাদক রায়হান আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নাজমুল ইসলাম ভুইঁয়া, কার্যকরী সদস্য হৃদয় হাসানসহ সকল সদস্যবৃন্দ।

সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মো. জাহিদ হোসেন বলেন, “পবিত্র এই দিনে আমরা একসাথে ইফতারের আয়োজন করতে পেরেছি এটি খুব আনন্দের। “সত্য প্রকাশে আপোসহীন” এই স্লোগানকে সামনে রেখে মাভাবিপ্রবিসাস কাজ করে যাচ্ছে। এটি বরাবর শিক্ষার্থীদের সমস্যাগুলো তুলে ধরার চেষ্টা করে পাশাপাশি অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে সদা তৎপর রয়েছে মাভাবিপ্রবিসাস।”

সাংবাদিক সমিতি সহ সভাপতি মো: হ্নদয় হোসাইন বলেন , “আজকের এই ইফতার মাহফিলে আপনাদের সঙ্গে থাকতে পেরে আমি আনন্দিত। সাংবাদিকতা শুধু একটি পেশা নয় এটি সমাজের দর্পণ। সত্য ও ন্যায়ের পথে থেকে বিশ্ববিদ্যালয়ের সঠিক চিত্র তুলে ধরা আমাদের প্রধান দায়িত্ব।”

সংগঠনটির নেতৃবৃন্দ মনে করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি সামনে এগিয়ে যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button