ক্যাম্পাস বার্তা

পুলিশের এসআই হলেন মাভাবিপ্রবির ৪ শিক্ষার্থী

মাভাবিপ্রবি প্রতিনিধি

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে উপ- পরিদর্শক (নিরস্ত্র) হিসেবে ৪ শিক্ষার্থী সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

গত মঙ্গলবার (১৮ মার্চ, ২০২৫) তারিখে ২০২৪ সালের পুলিশের উপ-পরিদর্শক (নিরস্ত্র) পদে মৌলিক প্রশিক্ষনের জন্য মনোনীত ২৪৫ প্রার্থীদের তালিকা ঘোষণা করলে এই তথ্য জানা যায়।

সুপারিশ প্রাপ্তদের মধ্যে গনিত বিভাগের ২ জন শিক্ষার্থী, পরিসংখ্যান বিভাগের ১ জন ও ইএসআরএম বিভাগের ১ জন শিক্ষার্থী রয়েছেন।
তারা হলেন ইএসআরএম বিভাগের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হৃদয় চন্দ্র চন্দ, গনিত বিভাগের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো: পলাশ শেক ও ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো: মুনাওয়ার আন্জুম নিলয়, পরিসংখ্যান বিভাগের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অমিত হাসান খান।

সুপারিশপ্রাপ্তদের সামাজিক বিভিন্ন যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছেন শিক্ষার্থীরা। আগামী বুধবার ( ৯ এপ্রিল) থেকে ১ বছরের মৌলিক প্রশিক্ষণে যাচ্ছেন তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button