চট্টগ্রাম

চট্টগ্রামে মিমি সুপার মার্কেট- এ দেশি পোশাক বিদেশি বলে বিক্রি, ৫০ হাজার টাকা জরিমানা


আজ, ২২মার্চ , ২০২৫ খ্রি., রোজ শনিবার , জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় চট্টগ্রাম ও চট্টগ্রাম জেলা কার্যালয় এর সমন্বয়ে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় নিয়মিত তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। তদারকিকালে মিমি সুপার মার্কেট-এ অবস্থিত ‘ELE’ এ দেশি পোশাক বিদেশি বলে বিক্রি করা, উচ্চমূল্যে পোশাক বিক্রি কিন্তু একটিরও ক্রয় ভাউচার দেখাতে না পারায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা অর্জন করা হয়।

একই কারণে মিমি সুপার মার্কেটে অবস্থিত ‘আকর্ষন’ এ ২৫০০০/-টাকা অর্থদণ্ড করা হয়.

একই মার্কেট অবস্থিত মিসেস সাথী স্টোর এ অনঅনুমোদিত প্রসাধনী বিক্রি করায় ৮০০০/- টাকা অর্থদণ্ড করা হয়।

মিমি সুপার মার্কেট সংলগ্ন ইফতার বাজারে অপরিচ্ছন্ন ও ইঁদুরের গন্ধযুক্ত পরিবেশ। এবং দুগ্ধজাত খাদ্যে মেয়াদ না থাকায় উক্ত প্রতিষ্ঠানে পাচ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

আজকের অভিযানে ৪টি প্রতিষ্ঠানে মোট ৮৮,০০০/- টাকা অর্থদণ্ড করা হয়, এবং এরূপ ভোক্তা অধিকার বিরোধী সকল কার্যক্রম থেকে বিরত থাকার বিষয়ে সকলকে সচেতন করা হয়।

অভিযান পরিচালনায়: জনাব মোহাম্মদ ফয়েজ উল্যাহ (উপ-পরিচালক), জনাব মো: আনিছুর রহমান (সহকারী পরিচালক) , জনাব রানা দেবনাথ (সহকারী পরিচালক) জনাব মাহমুদা আক্তার (সহকারী পরিচালক)
এবং মো: আফতাবুজ্জামান (ক্যামেরাম্যান)

জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button