এলেঙ্গায় বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শরিফুল ইসলাম
টাঙ্গাইল প্রতিনিধি :
টাঙ্গাইলের কালিহাতী উপজেলাধীন এলেঙ্গা পৌরসভার বল্লা রোডে অবস্থিত ময়ছের আলী মার্কেটে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে এক বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।২২ মার্চ (শনিবার) বিকেল ৫টায় এই মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, এলেঙ্গা পৌর শাখার সেক্রেটারি মাওলানা রুহুল আমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক, নায়েবে আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী, টাঙ্গাইল জেলা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস. এম. এনামুল হক, সাধারণ সম্পাদক, বাংলাদেশ জামায়াতে ইসলামী, কালিহাতী উপজেলা শাখা এবং মাওলানা মোহাম্মদ আলী মিয়া, আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী, কালিহাতী উপজেলা শাখা।
ইফতার ও দোয়া মাহফিলে কালিহাতী উপজেলা জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠনের নেতাকর্মী, এলেঙ্গা পৌরসভা এবং বিভিন্ন ইউনিয়নের জামায়াতে ইসলামীর নেতাকর্মীসহ প্রায় ৪০০ থেকে ৪৫০ জন উপস্থিত ছিলেন।
মাহফিলে রমজানের তাৎপর্য নিয়ে বিশেষ আলোচনা করা হয়। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠান শেষে অতিথিরা অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান এবং সবাইকে ধৈর্য ও সহনশীলতার সঙ্গে রমজানের শিক্ষা গ্রহণের আহ্বান জানান।