তথ্যপ্রযুক্তি

চট্টগ্রামে ভূগর্ভস্থ অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক স্থাপনে চসিক ও বাহনের সমঝোতা স্মারক স্বাক্ষর

ভূগর্ভস্থ অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক স্থাপনে চসিক ও বাহনের সমঝোতা স্মারক স্বাক্ষর
চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) ও বাহন লিমিটেডের মধ্যে ভূগর্ভস্থ অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক স্থাপনের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। বিটিআরসি কর্তৃক এনটিটিএন (ন্যাশনাল টেলিকম ট্রান্সমিশন নেটওয়ার্ক) লাইসেন্সপ্রাপ্ত বাহন লিমিটেড চট্টগ্রাম মহানগরীতে দ্রুতগতির ইন্টারনেট সংযোগ ও অন্যান্য স্মার্ট প্রযুক্তির সুবিধা নিশ্চিত করার পাশাপাশি নগরীর সৌন্দর্য বৃদ্ধি করতে এই উদ্যোগ গ্রহণ করেছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) চসিক কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, এবং বাহন লিমিটেডের পক্ষে প্রধান পরিচালন কর্মকর্তা রাশেদ আমিন বিদ্যুত সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন,চট্টগ্রাম শহরকে স্মার্ট নগরীতে রূপান্তর করতে ভূগর্ভস্থ ক্যাবলিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাহন লিমিটেডের সঙ্গে এই চুক্তির মাধ্যমে আমরা নগরীর অব্যবস্থাপিত ও ঝুলন্ত তারের জঞ্জাল মুক্ত করে, পরিকল্পিত অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক গড়ে তুলতে চাই। এটি শুধু সৌন্দর্য বর্ধন করবে না, বরং নাগরিকদের নিরবচ্ছিন্ন ও দ্রুতগতির ইন্টারনেট ব্যবহারের সুবিধাও দেবে। স্মার্ট নগরী গঠনের লক্ষ্যে আমরা প্রযুক্তিগত উন্নয়নের পাশাপাশি পরিবেশবান্ধব অবকাঠামো নিশ্চিত করতে চাই। চট্টগ্রাম শহরের আধুনিকায়নে এটি একটি বড় পদক্ষেপ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চসিক ও বাহন লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা, এবং ডা. সরওয়ার আলম। এই চুক্তির মাধ্যমে চট্টগ্রাম শহরের অবকাঠামোতে টেকসই পরিবর্তন আনার পাশাপাশি, তথ্যপ্রযুক্তি নির্ভর একটি উন্নত নগর ব্যবস্থাপনা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button