চট্টগ্রাম

নোয়াখালীতে গণঅধিকার পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

গণঅধিকার পরিষদ নোয়াখালী জেলা শাখার অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিনিধিদের সম্মানে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) নোয়াখালী জেলা শহরের হোয়াইট হল পার্টি সেন্টারে সংগঠনটি এই ইফতার মাহফিলের আয়োজন করেন।

গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব ও দপ্তর সম্পাদক ইউসুফ আশ্রাফ এর সঞ্চালনায়
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন কুমিল্লা অঞ্চলের উপ-কমিটির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মুরাদ, কেন্দ্রীয় প্রবাসী অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক রোমান জান্নাহ, নোয়াখালী গণ অধিকার পরিষদের সাবেক আহ্বায়ক তাজুল ইসলাম, সদস্য সচিব মামুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব এডভোকেট মারুফ, যুগ্ম আহ্বায়ক বিপ্লব চৌধুরী।

এছাড়াও উপস্থিত ছিলেন নোয়াখালী যুব অধিকার পরিষদের সভাপতি ওসমান গণি রুবেল, সাধারণ সম্পাদক মহিন উদ্দীন, ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি ফরহাদুল ইসলাম, অধিকার পরিষদের সভাপতি (ভারপ্রাপ্ত) মেহেদী, রাজু রানা, আফিফ জসিম, শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক টিপুসহ সংগঠনটির বিভিন্ন স্তরের প্রতিনিধি এবং জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এই সময় নেতৃবৃন্দ বলেন, নুরুল হক নুরেরা একদিন তৈরি হয় নাই, তারাই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে প্রথম স্লোগান ধরেছিল। ফ্যাসিস্টদের দিন শেষ। আবার কেউ ফ্যাসিবাদ বা ফ্যাসিস্ট হতে চাইলে তাকে শেখ হাসিনার মতো পরিণতি ভোগ করতে হবে। দুর্নীতিমুক্ত একটি সাম্য ও ন্যায়ের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য সেই ২০১৮ সাল থেকে গণ অধিকার পরিষদ কাজ করে যাচ্ছে। বাংলাদেশে দল-মত নির্বিশেষে একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠায় নুরুল হক নুরুর নেতৃত্বে গণ অধিকার পরিষদ এগিয়ে যাবে।

ডেস্ক রিপোর্ট

ধ্রুবকন্ঠ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button