মুছাপুর ইয়ুথ ফোরাম এর পূর্ণাঙ্গ কমিটি গঠন সম্পন্ন।

মুছাপুর ইয়ুথ ফোরাম, সন্দ্বীপ, চট্টগ্রাম এর ২৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন সম্পন্ন হয়েছে।
শনিবার (১৫/০৩/২৫ইং) রাত ৯.৩০মিনিটে নগরীর বড়পুলস্থ বে লীফ রেস্টুরেন্টে কার্যনির্বাহী কমিটির এক জরুরী সভায় এই কমিটি গঠন করা হয়।
মুছাপুর ইয়ুথ ফোরাম এর সভাপতি মোঃ আলাউদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে ও সেক্রেটারি এসএম কামরুল হাসানের সঞ্চালনায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে উক্ত সভা অনুষ্ঠিত হয়। এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফোরামের সদ্য বিদায় সভাপতি ও স্থায়ী পরিষদের চেয়ারম্যান জনাব এনএম শিহাব উদ্দিন। এতে অন্যদন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন ফোরামের স্থায়ী পরিষদের অন্যতম সদস্য জনাব মেঃ মনজুর হোসেন, ফোরামের নব নির্বাচিত সহ-সভাপতি জনাব আব্দুল কাদের প্রমূখ।
মুছাপুর ইয়ুথ ফোরাম এর ২০২৫-২০২৬ সেশনের কার্যনির্বাহী কমিটিঃ
সভাপতি মোঃ আলাউদ্দীন ভূইয়া, সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল কাদের, সহ-সভাপতি হাফেজ মোঃ সোহরাব উদ্দিন সৌরভ, সহ-সভাপতি মোঃ মাইনুদ্দীন শিবলু, সাধারণ সম্পাদক এসএম কামরুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ ইব্রাহিম খান কাউসার, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাফেজ কামাল উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ হাসান, অর্থ সম্পাদক রাজিব খান, সহ অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার পারভেজ, অফিস সম্পাদক মোঃ আহসান উল্লাহ, সহ অফিস সম্পাদক মুহাম্মদ আব্দুল হাকিম, প্রচার সম্পাদক মোঃ শিহাব উদ্দিন, সহ প্রচার সম্পাদক মুহাম্মদ তানিম, ক্রিড়া সম্পাদক মুহাম্মদ ওমর ফারুক, সহ ক্রিড়া সম্পাদক মোঃ ইকবাল হেসেন জিহাদ, সমাজসেবা সম্পাদক ডা. আব্দুল্লাহ আল সায়েম, সহ সমাজ কল্যাণ সম্পাদক সাজ্জাতুল মাওলা শান্ত, ছাত্রকল্যাণ সম্পাদক সাজ্জাদ মাহমুদ, সহ ছাত্রকল্যাণ সম্পাদক মুহাম্মদ ওমর ফারুক, কার্যনির্বাহী সদস্য-১ ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য-২ ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন।
উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে জনাব এনএম শিহাব উদ্দিন বলেন, মুছাপুর ইয়ুথ ফোরাম এখন মুছাপুর ইউনিয়নের অনেক বড় যুব সংগঠন। এই সংগঠন প্রতিষ্ঠার পর থেকে নানামুখী জনকল্যাণ মূলক কাজ করে আসছে। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আমরা আশা করছি।
এসময় তিনি নব গঠিত কমিটিকে শুভেচ্ছা জানান।
সভাপতির বক্তব্যে জনাব মোঃ আলাউদ্দীন ভূইয়া বলেন, মুছাপুর ইয়ুথ ফোরাম ২০২৫-২০২৬ সেশনে সব থেকে বেশি গুরুত্ব দিবে শিক্ষার্থীদের। মুছাপুর ইউনিয়নে শিক্ষার একটি সুন্দর পরিবেশ রয়েছে। এই পরিবেশকে আরো উন্নত ও টেকসই করার জন্য ইয়ুথ ফোরাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বিঃদ্রঃ এর আগে ৯ মার্চ’২৫ তারিখে নগরীর বিশ্বরোডস্থ তায়েফ রসুই গার্ডেন রেস্তোরাঁয় কার্যনির্বাহী কমিটির সদস্যদের প্রত্যক্ষ ভোটে আংশিক কমিটি গঠন করা হয়।
এসময় ফোরামের স্থায়ী পরিষদের সদস্যবৃন্দ ও কার্যকরী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।