৩১নং আলকরণ ওয়ার্ড ছাত্রদলের উদ্যোগে পথচারীদের মাঝে সেহরি বিতরণ

পবিত্র রমজান মাস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর নির্দেশনায় চট্টগ্রাম মহানগর ছাত্রদলের ৩১নং আলকরণ ওয়ার্ড শাখার পক্ষ থেকে এক ব্যতিক্রমী মানবিক কার্যক্রম গ্রহণ করা হয়। রমজানের ত্যাগ ও সহমর্মিতার শিক্ষা সামনে রেখে, গতকাল ১৩ রমজান গভীর রাতে চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় অসহায়, ছিন্নমূল ও কর্মজীবী পথচারীদের মাঝে সেহরি বিতরণ করা হয়।
এই উদ্যোগে ছাত্রদলের নেতাকর্মীরা সরাসরি উপস্থিত থেকে খাবার বিতরণ করেন। পথচারী, রিকশাচালক, দিনমজুর এবং অন্যান্য অসহায় মানুষের হাতে সেহরি তুলে দিয়ে তারা রমজানের চেতনা ও সহমর্মিতার বার্তা পৌঁছে দেন।

সার্বিক সহযোগিতায় জাহেদুল ইসলাম জাহেদ যুগ্ম আহবায়ক কোতোয়ালী থানা ছাত্রদল চট্টগ্রাম আরো উপস্থিত ছিলেন নুরুল ইসলাম, আব্বাস উদ্দিন জুয়েল,জুবায়ের হোসেন জুয়েল,আলকরণ ওয়ার্ড ছাত্রদল নেতা মাইনুউদ্দিন হাসান রিয়াদ,তাওরাদ ইরফান,সাইদুল ইসলাম তারেক,দূর্জয় দেবনাথ, মোহাম্মদ ফরমান,মোহাম্মদ বেলাল,মোহাম্মদ কাইছার, মোহাম্মদ মারুফ, মোহাম্মদ ফরহাদ,মোহাম্মদ সাইফুল সহ অন্যান্য নেতৃবৃন্দ। তারা জানান, “রমজান মাস আত্মশুদ্ধি ও ত্যাগের মাস। এই সময়ে অভুক্তদের মুখে হাসি ফোটানোর মধ্য দিয়েই প্রকৃত রমজানের আনন্দ পাওয়া যায়।”উল্লেখ্য, ছাত্রদলের এই মানবিক উদ্যোগটি স্থানীয়দের কাছ থেকে প্রশংসা কুড়িয়েছে। ভবিষ্যতেও তারা এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন