খেলাধুলা

ডলফিন – ওয়াহাব ফাউন্ডেশন স্বাধীনতা দিবস স্ট্যান্ডার্ড রেটিং দাবা টুর্নামেন্ট – ২০২৫ শুরু


চট্টগ্রাম চেস কোড একাডেমি আয়োজনে ও ডলফিন ক্লাব- ওয়াহাব ফাউন্ডেশন সহযোগিতায় ” ডলফিন – ওয়াহাব ফাউন্ডেশন স্বাধীনতা দিবস স্ট্যান্ডার্ড রেটিং দাবা টুর্নামেন্ট – ২০২৫” শুরু. আজ 15/03/2025 শনিবার চেস কোড একাডেমি কার্যলয়ে শুরু হয়েছে. সাবেক জাতীয় দাবাড়ু মঞ্জুর আলম প্রধান অতিথি টুর্নামেন্ট উদ্বোধন করেন. চেস কোড প্রতিষ্টাতা ফাউন্ডার আলী আবছার সভাপতিত্বে ও পরিচালক মহসিন জামাল পাপ্পু সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চেসকোড পরিচালক আলী কায়সার,টুর্নামেন্টের চীফ আরবিটার প্রকৌশলী এস এম তারেক,সিসিপিএ সাধারন সম্পাদক ফিদে মাষ্টার আবদুল মালেক, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম,ক্রীড়া সংগঠক আতাউল সুমন, হাসান রফিকুল,মজিবুর রহমান,আবু মহসিন,মোহাম্মদ সুলতান ও রুহুল আমিন. বিশ্ব দাবার নিয়ন্ত্রণ সংস্থা ফিদে কতৃক অনুমোদিত এই আন্তর্জাতিক রেটিং দাবা টুর্নামেন্ট ৭ দিন ব্যাপী সুইস লীগ পদ্ধতিতে ৭ রাউন্ড অনুষ্ঠিত হবে.টুর্নামেন্ট ৩০জন আন্তর্জাতিক রেটেড দাবাড়ুসহ মোট ৩৬ জন দাবাড়ু অংশ গ্রহন করেছে. টুর্নামেন্টে বিজয়ীদের নগদ ৪১হাজার অর্থ পুরষ্কার সহ ক্রেষ্ট প্রদান করা হবে.
উদ্বোধনী দিনে প্রথম রাউন্ডের খেলায় ফিদে মাষ্টার আবদুল মালেক- অনিন্দ রিককে,দিব্য দাশ- আয়ানকে,আহমেদ মজুমদার – আহনাফ ঈশানকে,মুজিবুর রহমান- অরিত্র দাশকে,অভিক সরকার – প্রঞ্জা রায়কে,রবিউল – তাওহীদাকে,দীপংকর- সৃজনকে,এম কে শাহীন- সুরিদকে, ,মারুফ চোধুরী – রিকতা সরকারকে,আবু মহসিন- এডভোকেট কামরুনেচ্ছাকে, প্রিমা – আফরাজকে, নাজিফ – আরিয়ানকে, রুবেল – দীপ দাশকে, মিশকাত – মুসনাবিন কে পরাজিত করে. জাহাঙ্গীর আলম সুস্ময় বিপক্ষে ওয়াকওভার পান. আবিদ মাহাদি মধ্যকার কিশোর দত্ত এবং মোহাম্মদ সুলতান- আয়ান জামান মধ্যকার খেলা ড্র হয়েছে আগামীকাল রবিবার ২য় রাউন্ডের খেলা যথাসময় দুপুর ১২.০০ টার সময় শুরু হবে.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button