চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে সংশ্লিষ্ট দপ্তরসমূহের প্রতিনিধি ও কর্মকর্তাগণের মতবিনিময় সভা

চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে সংশ্লিষ্ট দপ্তরসমূহের প্রতিনিধি ও কর্মকর্তাগণের মতবিনিময় সভা আজ ৮ মার্চ চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম ড. মোঃ জিয়াউদ্দীন এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়-এর মাননীয় উপদেষ্টা জনাব মুহাম্মদ ফাওজুল কবির খান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মুহাম্মদ আনোয়ার পাশা, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) জনাব শারমিন জাহান, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব ফরিদা খানমসহ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ সেনাবাহিনী, পরিবেশ অধিদপ্তর ও অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, শিক্ষাবিদ, গণমাধ্যমকর্মী ও সাংবাদিকবৃন্দ।
সকালে মাননীয় উপদেষ্টা জনাব মুহাম্মদ ফাওজুল কবির খান চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড-সন্দ্বীপ রুটে নৌ-যাতায়াত ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে নির্মাণাধীন ফেরীঘাটের নির্মাণ কাজের অগ্রগতি ও পরবর্তীতে চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন।