জাতীয়

থানার পর আদালতেও তৌহিদী জনতার বিক্ষোভ,ছাত্রী হেনস্তার অভিযোগে গ্রেপ্তার আসামির জামিন

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এক ছাত্রীকে হেনস্তার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার একই বিশ্ববিদ্যালয়ের কর্মচারি মোস্তফা আসিফকে তৌহিদী জনতার আন্দোলনের মধ্যে জামিন দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৬ মার্চ) গ্রেপ্তার মোস্তফা আসিফকে ওই নারী শিক্ষার্থীর করা মামলায় আদালতে হাজির করা হলে, তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক মো. তৌফিক হাসান আসিফকে কারাগারে আটক রাখার আবেদন করেন। তবে জামিন শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব আসামিকে জামিন দেন।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালিদ মনসুর অভিযুক্তের জামিনের খবর বেনারনিউজকে নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আসিফকে শাহবাগ থানায় হস্তান্তর করে। এক নারী শিক্ষার্থীকে ‘ওড়না ঠিকভাবে না পরা’ নিয়ে কটূক্তি করেন বলে তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে। যা পরে বিশ্ববিদ্যালয় প্রক্টটোরিয়াল টিমের উপস্তিতিতে স্বীকারও করেন আসিফ।

বুধবার বিকালে এমন ঘটনার শিকার হয়ে ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে অভিযোগ দেন ও পরে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেন।

এদিকে আসিফের মুক্তির দাবিতে নিজেদের ‘তৌহিদি জনতা’ পরিচয় দেওয়া একদল বিক্ষুব্ধ জনতা গতকাল বৃহস্পতিবার মধ্যরাত থেকে শাহবাগ থানার প্রবেশপথ ঘেরাও করে রাখে। অন্তত ৮ ঘণ্টা তারা শাহবাগ থানা এলাকায় অবস্থান করে।

বেশিরভাগ তরুণদের নিয়ে গঠিত এই বিক্ষুব্ধ জনতা বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে থানার সামনে জড়ো হয় এবং আধা ঘণ্টা পর থানার ভেতরে ঢুকে পড়ে। তাদের কয়েকজন শাহবাগ থানার দায়িত্বরত কর্মকর্তার কক্ষের ভেতর থেকে ঘটনার ভিডিও ধারণ করে ফেসবুকে সরাসরি সম্প্রচার শুরু করে।

সরেজমিনে দেখা যায়, দায়িত্বরত পুলিশ সদস্যরা তাদের বাধা দেওয়ার চেষ্টা করলেও বিক্ষুব্ধ জনতা সেই নির্দেশ অগ্রাহ্য করে। একপর্যায়ে দায়িত্বরত অফিসার এসআই একরামুল ইসলাম জনতাকে জানান, কাউকে আটক বা মুক্তির বিষয়ে তাঁর কোনো আইনি ক্ষমতা নেই।

দায়িত্বরত কর্মকর্তা বারবার জনতাকে ‘মব’ তৈরি না করার অনুরোধ জানান। এর জবাবে জনতা বলে, “আমরা কোনো মব তৈরি করিনি। আমাদের এক সহযোদ্ধাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে, তার প্রতি সংহতি জানাতেই আমরা এসেছি।”

আলতাফ হোসেন তাঁর এক ফেসবুক লাইভে বারবার বলেন, “আমি এখানে [থানায়] আমাদের মতপ্রকাশের স্বাধীনতা জানাতেই এসেছি।”

বেনার প্রতিবেদন/ জিয়া চৌধুরী
………….

ছবি: জামিনের পর এক ছাত্রীকে হেনস্তা মামলায় গ্রেপ্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারি মোস্তফা আসিফকে মুক্ত করতে ঢাকার শাহবাগ থানার সামনে তৌহিদী জনতার অবস্থান । ৬ মার্চ ২০২৫। [বেনারনিউজ]

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button