গুলশানে তানভীর ইমামের সাবেক স্ত্রীর বাসায় হামলার পেছনে সাবেক তত্ত্বাবধায়কের হাত

গুলশানে সাবেক সংসদ সদস্য তানভীর ইমামের সাবেক স্ত্রীর বাসায় মধ্যরাতে সংঘটিত হামলা, তল্লাশি ও লুটপাটের ঘটনায় ভবনের সাবেক তত্ত্বাবধায়কের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। শাকিল আহমেদ নামের ওই ব্যক্তি জনতাকে উসকে দিয়ে সেখানে বিপুল পরিমাণ অর্থ থাকার গুজব ছড়ান এবং হামলার পেছনে প্রধান ভূমিকা রাখেন বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। বুধবার (৫ মার্চ) বিষয়টি নিশ্চিত করে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
এর আগে মঙ্গলবার (৪ মার্চ) মধ্যরাতে শতাধিক লোক গুলশান-২ নম্বর সড়কের ৮১ নম্বর ভবন ঘিরে ধরে। তারা দাবি করে, ওই বাসায় কয়েক শ কোটি টাকা লুকিয়ে রাখা হয়েছে। রাত ১২টার পর তারা ভবনের একটি ফ্ল্যাটে ঢুকে প্রায় আধা ঘণ্টা ধরে তল্লাশি চালায় এবং বিভিন্ন মালামাল তছনছ ও ভাঙচুর করে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং বুধবার (৫ মার্চ) জানায়, শাকিল আহমেদ ছাড়াও এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জুয়েল খন্দকার (৪৮) এবং তার ছেলে শাকিল খন্দকার (২৪) কে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের গুলশান জোনের উপকমিশনার (ডিসি), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও সেনাসদস্যরা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
প্রেস উইংয়ের তথ্যমতে, শাকিল আহমেদ আগে ওই ভবনের তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করতেন। তিনিই এলাকাবাসী ও সাধারণ মানুষকে বাসায় বিপুল পরিমাণ অবৈধ অর্থ ও অস্ত্র থাকার তথ্য দেন এবং বাসায় হামলার জন্য উসকানি দেন। এ ঘটনায় গুলশান থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এদিকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেন। কোনো ধরনের সন্দেহজনক ঘটনা ঘটলে নিকটবর্তী থানায় অবহিত করার জন্য জনগণকে অনুরোধ করা হয়েছে। সরকার দেশের আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে রয়েছে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।