চট্টগ্রাম

সাংবাদিকদের সম্মানে চট্টগ্রাম মহানগরী জামায়াতের ইফতার মাহফিল

সাংবাদিকদের সম্মানে চট্টগ্রাম মহানগরী জামায়াতের ইফতার মাহফিলে মাওলানা শাহজাহান
ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে হবে
চট্টগ্রাম, ৩ মার্চ ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ মার্চ) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের ৯ম তলার জুলাই শহিদ স্মৃতি মিলনায়তনে এই মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী আমীর ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন ও এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহর সঞ্চালনায় ইফতার মাহফিলে বক্তব্য রাখেন, চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমীর আলাউদ্দিন সিকদার, দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী নায়েবে আমীর ড. আ জ ম ওবায়েদুল্লাহ ও মুহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, ফয়সাল মুহাম্মদ ইউনুস ও মোরশেদুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী ও ডা. এ কে এম ফজলুল হক।

এ সময় আরো উপস্থিত ছিলেন, দৈনিক কর্ণফুলীর সম্পাদক আফছার উদ্দিন চৌধুরী, প্রবীণ সাংবাদিক মঈনুদ্দিন কাদেরি শওকত, সিরাজুল করিম মানিক, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহনেওয়াজ, নগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান, কর্মপরিষদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান, প্রফেসর মাহবুবুর রহমান, আবু বকর, আবু হেনা মোস্তফা কামাল, হামেদ হাসান ইলাহী, অধ্যাপক মুহাম্মদ নুর, আমির হোসাইন, মাহমুদুল আলম, আহমদ খালেদুল আনোয়ার প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেন, দেশ ও দেশের বাহির থেকে ষড়যন্ত্র চলছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে হবে। দেশ গঠনের কাজে সকলের আত্মনিয়োগ করতে হবে।

এ সময় সভাপতির বক্তব্যে আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, জাতির বিবেক কলম সৈনিকেরা দেশপ্রেম উদ্বুদ্ধ হয়ে, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ইসলামের খেদমতে এগিয়ে যেতে হবে। সাংবাদিকদের যদি সত্যের পক্ষে কলম চলে তাহলে এই সমাজ ও জাতির জন্য অনেক কিছু করা সম্ভব। আমরা প্রত্যাশিত বাংলাদেশ চাই।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম নগরীর জাতীয়, আঞ্চলিক দৈনিক পত্রিকা প্রিন্ট, ইলেকট্রনিকস ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

মাহফিল শেষে মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button