বিদ্রোহের আরেক নাম রংপুর

রংপুরের মানুষদের লোকে কটাক্ষ করে মফিজ বলে। মানে বোকাসোকা। তবে এই বোকাসোকা মানুষদের ঘাড়টা আবার ত্যাড়া। সেই ত্যাড়া ঘারের মজাটা বারবার টের পেয়েছে ব্রিটিশরা। পৌনে দুইশ বছর বাংলা দখল করে রাখার সময় এই অঞ্চল বারবার বিদ্রোহী হয়ে ঘাম ঝরিয়েছে দখলদারদের বিরুদ্ধে।
বাংলাদেশের সর্ব উত্তরের বিভাগীয় শহর রংপুর। তিস্তার তীর ঘেঁসে গড়ে উঠা এই জনপদ এক সময় পরিচিত ছিল মঙ্গার এলাকা হিসেবে। মঙ্গা মানে দুর্ভিক্ষ। কার্তিক মাসে দেখা দিত অভাব। তবে সেই দিন আর নেই। কৃষি উৎপাদনে নিজেদের অভাব মিটিয়ে গোটা রংপুর অঞ্চল এখন খাবার তুলে দিচ্ছে ঢাকাবাসীর মুখেও।
রংপুর জন্ম দিয়েছে ইতিহাসের বহু রত্ন আর আলোচিত ব্যক্তিকে। বাংলাদেশের দুইজন রাষ্ট্রপতি রংপুরের মানুষ। একজন হুসেইন মুহম্মদ এরশাদ ,অন্যজন আবু সাদত মোহাম্মদ সায়েম। রাজনীতি, শিক্ষা, শিল্প সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে এমন আরো অনেক নাম আছে যা বলে শেষ করার মতো না।