চট্টগ্রাম

ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরের উদ্যোগে “দেশব্যাপী আইন শৃঙ্খলার অবনতি ও চাঁদাবাজির প্রতিবাদে” বিক্ষোভ মিছিল

চট্টগ্রাম নগরীর ২ নং গেট থেকে আজ ২৪/০২/২৫ ইং সোমবার ৩:৩০ এ এক বিশাল বিক্ষোভ মিছিল বের করেন ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর ।মিছিলটি জিইসি মোড়ে গিয়ে শেষ হয়।বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য রাখেন আজকের মিছিলের প্রধান অতিথি কেন্দ্রীয় প্রচার সম্পাদক  আজিজুর রহমান আযাদ,চট্টগ্রাম মহানগর উত্তর ছাত্রশিবির এর সভাপতি তানজীর হোসেন জুয়েল ,  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির এর সভাপতি মোহাম্মদ ইব্রাহিম এবং চট্টগ্রাম মহানগর দক্ষিণ ছাত্রশিবির এর সভাপতি ইব্রাহিম রনি ও প্রমুখ। মিছিল শেষে বিক্ষোভ সমাবেশ এর সঞ্চালনা করেন চট্টগ্রাম মহানগর উত্তর ছাত্র শিবিরের সেক্রেটারি মুমিনুল হক।


বিক্ষোভ মিছিলে চট্টগ্রাম নগরীর শিবিরের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।তারা চাঁদাবাজদের বিরুদ্ধে জোড়ালো স্লোগান দেন।
প্রধান অতিথির বক্তব্যে আজিজুর রহমান আযাদ বলেন,”হাসিনার পতন হলেও শোষণ,  চাঁদাবাজি, দখলদারি, সন্ত্রাসী দেশকে নিয়ে এখনো ষড়যন্ত্র বন্ধ হয়নি।আমরা লক্ষ্য করেছি দেশে আশংকাজনক হারে চাঁদাবাজি বৃদ্ধি পেয়েছে।চাঁদাবাজি চলছে হরহামেশাই। গত ৬ মাস পূর্বেই গণ অভ্যুত্থান সম্পন্ন হয়েছে।কিন্তু কিছুই পরিবর্তন হয়নি।আগে ছিল আওয়ামী লীগ, এখন হয়েছে রাম দা দল।গত ২২ তারিখ এক মাছ ব্যবসায়ী চাঁদা না দেয়ায় তার দুচোখ উপড়ে ফেলা হয়েছে,গাজিপুরে যুবদল সভাপতি প্রকাশ্যে মাইকে ঘোষণা দিয়ে চাঁদাবাজি করছে।আপনারা দেখেছেন এক ছাত্রদল নেতা প্রবাসীকে ফোন করে হুমকি দিয়ে চাঁদা আদায় করেছে।আমরা জানতে পেয়েছি দেশে ২৭০ টিরও বেশি কিশোর গ্যাং  রয়েছে।আমরা মনে করছি এই কিশোর গ্যাংরাই এই ঘটনা ঘটাচ্ছে।যারা  বিভিন্ন ক্যাম্পাসে হামলা করেছে তারা রাম দা দলের সদস্য।যদি আপনারা সন্ত্রাসী চাঁদাবাজি বন্ধ না করেন তাহলে দেশের মানুষ আপনাদের  দেখিয়ে  দিবে।
মহানগর সভাপতিদের বক্তব্যের মধ্য দিয়ে উক্ত বিক্ষোভ মিছিলটি শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button