সংবিধান অনুযায়ী যথাসময়ে সুপ্রিম কোর্ট বার সমিতির নির্বাচন দিতে হবে-বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি

সুপ্রিম কোর্ট বার সমিতির সংবিধান অনুযায়ী যথাসময়ে বারের নির্বাচনের দাবীতে বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি আজ ২৩ ফেব্রুয়ারি ২০২৫ দুপুর ১:৪৫ মি: এ সুপ্রিম কোর্ট বারের সভাপতির নিকট স্মারকলিপি প্রদান করে। বারের সভাপতির কক্ষে আজ এ স্মারকলিপি প্রদান করা হয়। এসময় বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট হাসান তারিক চৌধুরী, সুপ্রিম কোর্ট বার শাখার সভাপতি এডভোকেট মো: আলী আজম, সাধারণ সম্পাদক এডভোকেট হুমাউন কবির, সুপ্রিম কোর্ট বার শাখার নেতা এডভোকেট আনোয়ারুল হক, এডভোকেট রাম চন্দ্র দাস, ব্যারিস্টার হোসেন মো: ইসলাম, এডভোকেট ওয়াহিদুজ্জামান সজল, এডভোকেট হরেন্দ্রনাথ মন্ডল, এডভোকেট মুরাদ চৌধুরীসহ সুপ্রিম কোর্ট বার শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্মারকলিপি প্রদান কালে গণতান্ত্রিক আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট হাসান তারিক চৌধুরী বলেন, সংবিধান অনুযায়ী যথাসময়ে সুপ্রিম কোর্ট বারের নির্বাচন একটি নায্য এবং গণতান্ত্রিক দাবী। কোনো অনায্য অজুহাতে বারের নির্বাচন বিলম্বিত করা বারের বিজ্ঞ আইনজীবীদের স্বার্থ মারাত্মক ভাবে ক্ষুন্ন করবে। যেকোন অজুহাতে বিলম্ব বারের নির্বাচনকে অনিশ্চিত করে দেবে। যা সাধারণ আইনজীবীগণ কোনো ভাবেই বরদাশত করবে না। সুতরাং সাধারণ আইনজীবীগণের ভোটাধিকারের প্রতি সন্মান জানিয়ে অবিলম্বে সুপ্রিম কোর্ট বার সমিতির নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে। স্মারকলিপি প্রদানের আগে ও পরে গণতান্ত্রিক আইনজীবী সমিতির নেতৃবৃন্দ সুপ্রিম কোর্ট বারের বিভিন্ন হলরুমে সংক্ষিপ্ত সমাবেশে করে। সেখানে যথাসময়ে বার নির্বাচনের সুনির্দিষ্ট তারিখের দাবীতে সাধারণ আইনজীবীগণকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহবান জানানো হয়।