বিনোদন

পোস্টারের পর সিনেমাতেও কাটা পড়লেন উর্বশী

বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা তার কাজের চেয়ে বিতর্কের কারণেই বেশি শিরোনাম হন। এবার নিজের সিনেমাতেও বারবার বিতর্কিত হচ্ছেন তিনি। প্রেক্ষাগৃহের পর শুক্রবার নেটফ্লিক্সে মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত দক্ষিণি সিনেমা ‘ডাকু মহারাজ’। তবে বিশ্বের প্রথম কোনো অভিনেত্রী হিসেবে নিজের সিনেমার পোস্টার থেকে বাদ পড়েন উর্বশী।

এর কারণ হিসেবে অনেকে এ সিনেমায় বালাকৃষ্ণের সঙ্গে তার ‘আপত্তিকর’ নাচের অভিযোগ তুলেছেন। তবে এবার তার সেই সম্পূর্ণ গানটিই কেটে ফেলছে নেটফ্লিক্স। ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামা জানিয়েছে, সিনেমাটি থেকে ঊর্বশীর সেই নাচ বাদ দিয়েছে প্ল্যাটফর্মটি।

‘ডাকু মহারাজ’ সিনেমায় প্রধান ভূমিকায় অভিনয় করেছেন বালাকৃষ্ণ ও ববি দেওল। সিনেমায় একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন উর্বশী।এর আগে নেটফ্লিক্সের প্রকাশ করা পোস্টারে বাকি অভিনেতা–অভিনেত্রীদের দেখা গেলেও উর্বশীকে সেখানে রাখা হয়নি। সিনেমা সমালোচকরা মনে করছেন, অভিনেত্রীকে নিয়ে বিতর্কের কারণেই তার অভিনীত দৃশ্যগুলো মুছে দেওয়া হয়েছে। এছাড়া কেউ কেউ মনে করছেন, উর্বশীকে পোস্টার থেকে বাদ দেওয়ার আরেকটি কারণ, সম্প্রতি সাইফ আলী খানকে নিয়ে করা তার বিতর্কিত মন্তব্যটি।

বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলার কিছুদিন পরেই উর্বশী এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘ডাকু মহারাজ’ ইতোমধ্যেই বক্স অফিসে ১০৫ কোটি টাকা আয় করে ফেলেছে। আমার মা আমাকে এই সাফল্যের জন্য একটি হীরাখচিত রোলেক্স ঘড়ি উপহার দিয়েছেন, আমার বাবা আমাকে আরও একটি ছোট্ট ঘড়ি উপহার দিয়েছেন। তবে এগুলো আমি প্রকাশ্যে পরতে দ্বিধাবোধ করব না। কারণ, আমাকে কেউ আক্রমণ করবে না বা আমি নিরাপত্তাহীনতায়ও ভুগব না। এদিকে নেটফ্লিক্সের পোস্টার ও গানটি বাদ দেওয়া প্রসঙ্গে এখনো মুখ খোলেননি লাস্যময়ী এই অভিনেত্রী।

সিনেমায় উল্লেখ্যযোগ্য চরিত্রে অভিনয় থেকে শুরু করে প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও পোস্টার থেকে উর্বশীর বাদ পড়ায় হতাশ হয়েছেন তার ভক্তরা। একজন লিখেছেন, আমি এমনটা কখনো দেখিনি, এই সিনেমায় উর্বশীর প্রচারণা সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button