ক্যামেরা পারসনকে চাকরিচ্যুত না করলে একুশে টিভিতে ভাংচুর হবে: হুমকি জামায়াত নেতার

একুশে টিভির কার্যালয়ে ভাংচুরের হুমকি দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াাতের এক নেতা। তিনি বেসরকারী ওই টেলিভিশনের একজন ক্যামেরা পারসনকে চাকরিচ্যুত না করলে ভাংচুর করা হবে এমন হুমকি দিয়েছেন। আজ ২১ ফেব্রুয়ারি শুক্রবার রাজধানীর তেজগাঁও থানায় এ বিষয়ে জিডি করেছে একুশে টেলিভিশন কর্তৃপক্ষ।
জিডি সূত্রে জানা যায়, আজকে রাজধানীর মান্ডা গ্রিন মডেল টাউন অডিটোরিয়ামে জামায়াতে ইসলামীর একটি অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠান কাভার করতে যান একুশে টিভির ক্যামেরা পারসন মোহাম্মদ রুমি হাসান তালুকদার।

সেখানে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের প্রচার সহকারী সাইফুল ইসলাম মিঠুর সঙ্গে রুমি হাসানের কথা কাটাকাটি হয়। এরপর জামায়াত নেতা মিঠু একুশে টিভির কয়েকজন সাংবাদিককে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠান। সেখানে তিনি লেখেন, ‘চাকরিচ্যুত করতে হবে এই ক্যামেরা পারসনকে, নাহলে একুশে টিভি ভাংচুর হবে।’
এমন হুমকিতে একুশে টিভির কর্মীরা আতঙ্কিত হয়ে পড়ে। পরে টেলিভিশনটির নিরাপত্তা সুপারভাইজার আল আমিন রাজধানীর তেজগাঁও থানায় একটি জিডি করেন।