চট্টগ্রাম

শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান


অদ্য ২১শে ফেব্রুয়ারি সকাল ১০টায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষে জেলা প্রশাসন, চট্টগ্রাম এর আয়োজন এবং জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের মান্যবর বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন এবং সভাপতিত্ব করেন চট্টগ্রামের সম্মানিত জেলা প্রশাসক জনাব ফরিদা খানম।
আলোচনা সভায় সূচনা বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলার বীর মুক্তিযোদ্ধা জনাব কামাল উদ্দিন আহমেদ। তিনি তার বক্তব্যে বলেন মহান ভাষা আন্দোলন বাঙালিদের জাতীয়তাবাদে উদ্বুদ্ধ করে যা পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতার পথ সুমসৃণ করে।
চট্টগ্রাম জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম-সেবা তার বক্তব্যে বলেন, বাংলাদেশের বিভিন্ন স্থানে রাস্তায় প্রদর্শিত বিলবোর্ড, পোস্টার ও সাইনবোর্ডে ইংরেজির বহুল ব্যবহার ও বাংলা ভাষার অপব্যবহার দেখা যাচ্ছে। এসময় তিনি মহান ভাষা আন্দোলনে শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় বাংলা ভাষার ব্যাপক প্রচলন ও এর অপব্যবহার বন্ধের আহ্বান জানান।


আলোচনা সভায় উপস্থিত বিশেষ অতিথি ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ জনাব মোঃ আহসান হাবীব পলাশ, ভাষার শুদ্ধ চর্চা ও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন এবং এ লক্ষ্যে প্রতিটি জেলায় একটি ভাষা শিক্ষা ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। তিনি বলেন, “ভাষা আমাদের সংস্কৃতির প্রাণ, আর তাই শুদ্ধ ভাষা চর্চা ও সংরক্ষণে যথাযথ উদ্যোগ নেওয়া সময়ের দাবি।”
এরপর চট্টগ্রাম বিভাগের মান্যবর বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন প্রধান অতিথি হিসেবে তার বক্তব্য রাখেন। তিনি তাঁর বক্তব্যে ঐতিহাসিকভাবে ভাষার সাথে সভ্যতার সম্পর্ক ও ভাষা সংরক্ষণে আর্কাইভ ও গবেষণার গুরুত্ব তুলে ধরেন। তিনি আরও বলেন, ” আমাদের জাতিকে যদি উন্নত করতে চাই, আমাদেরকে বিশ্বের সব জ্ঞান বাংলায় অনুবাদ করতে হবে।”
অনুষ্ঠানের সভাপতি হিসেবে সমাপনী বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব ফরিদা খানম। তিনি তাঁর বক্তব্যে বলেন, “ভাষার ব্যবহার যদি বাঁধাগ্রস্ত হয়, সংস্কৃতি বাঁধাগ্রস্ত হবে।” তিনি শুধু ফেব্রুয়ারি মাস নয়, সারাবছর শুদ্ধ ভাষা ও সংস্কৃতি চর্চার জন্য সকলকে আহ্বান জানান।
আলোচনা সভা শেষে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উপলক্ষে জেলা শিশু একাডেমি ও জেলা শিল্পকলা একাডেমি কর্তৃক আয়োজিত শুদ্ধ বাংলা বানান, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতার বিভিন্ন গ্রুপের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ। শিল্পকলা একাডেমির আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এ আয়োজন সমাপ্ত হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, অতিরিক্ত ডিআইজি, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ; চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ; চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় ও চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button