স্বাস্থ্য
বিশ্বের সবচেয়ে বড় ১০টি হাসপাতালের মধ্যে ছয়টি এশিয়া মহাদেশে

শয্যাসংখ্যার ভিত্তিতে ওয়ার্ল্ডঅ্যাটলাস বিশ্বের সবচেয়ে বড় ১০টি হাসপাতালের তালিকা করেছে। এর মধ্যে ছয়টি হাসপাতালই এশিয়া মহাদেশে অবস্থিত। তালিকায় আরও আছে আফ্রিকা আর ইউরোপের হাসপাতালের নাম। আসুন, একনজরে বিশ্বের সবচেয়ে বড় হাসপাতালগুলো সম্পর্কে জেনে নিই—
১। ফার্স্ট অ্যাফিলিয়েটেড হসপিটাল অব ঝেংঝৌউ ইউনিভার্সিটি (চীন)
২। ওয়েস্ট চায়না মেডিকেল সেন্টার (চীন)
৩। ন্যাশনাল সেন্টার ফর মেন্টাল হেলথ (ফিলিপাইন)
৪। লিংকু চ্যাং গুং মেমোরিয়াল হাসপাতাল (তাইওয়ান)
৫। আঙ্কারা বিলকেন্ত সিটি হাসপাতাল (তুরস্ক)
৬। ন্যাশনাল হসপিটাল অব শ্রীলঙ্কা (শ্রীলঙ্কা)
৭। ক্রিস হানি বারাগওয়ানাথ হাসপাতাল (দক্ষিণ আফ্রিকা)
৮। কাসের এল আয়নি হাসপাতাল (মিসর)
৯। ক্লিনিক্যাল সেন্টার অব সার্বিয়া (সার্বিয়া)
১০।গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল, কোরিকড় (ভারত)